বেইজিংয়ের প্রযুক্তি ভিসা নিয়ে ভারতে আলোচনা, চীনের নাগরিকেরা বিষয়টি কীভাবে দেখছেন
Published: 3rd, October 2025 GMT
চীন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিদেশি পেশাজীবীদের কাজের সুযোগ করে দিতে গত আগস্টে যখন নতুন একটি ভিসানীতি চালুর ঘোষণা দিয়েছিল, তখন তা তেমন কারও নজরে আসেনি।
‘কে ভিসা’ নামে পরিচিত এই ভিসা গত বুধবার থেকে কার্যকর হয়েছে। গত সপ্তাহে ভারতীয় একটি গণমাধ্যম এই ভিসাকে ‘চীনের এইচ-১বি’ ভিসা বলে অভিহিত করার পর চীনের এই ভিসার বিষয়টি আলোচনার কেন্দ্রে আসে।
যুক্তরাষ্ট্রের এইচ-১বি হলো দক্ষ কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের একটি ভিসা ক্যাটাগরি। গত মাসে ডোনাল্ড ট্রাম্প এই ভিসায় আসা কর্মীদের ক্ষেত্রে এক লাখ ডলার ফি যোগ করার ঘোষণা একটি নির্বাহী আদেশ জারি করেন। এইচ-১বি ভিসায় ভারতীয়রা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে যান। সাম্প্রতিক বছরগুলোয় এই ভিসা পাওয়া ব্যক্তিদের ৭০ শতাংশের বেশি ভারতীয় নাগরিক।
ভারতীয় গণমাধ্যমের এই প্রতিবেদন চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং জনসাধারণের মধ্যে উদ্বেগ, এমনকি আতঙ্ক সৃষ্টি করে। তাঁদের আশঙ্কা, বিদেশিদের দেওয়া সুবিধাগুলো চীনের ধীরগতির চাকরির বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলবে। চীন ঐতিহাসিকভাবে কখনো বিদেশি পেশাজীবীদের জন্য অভিবাসনের প্রধান কেন্দ্র ছিল না।
ভাষা আরেকটি বড় বাধা। সাম্প্রতিক বছরগুলোয় যেসব গবেষক ও শিক্ষাবিদ যুক্তরাষ্ট্র থেকে চীনে এসেছেন, তাঁদের অনেকেই জাতিগতভাবে চীনা ও মান্দারিন ভাষায় পারদর্শী।তবে এখনো এটা স্পষ্ট নয় যে এই ভিসার মাধ্যমে বিদেশি দক্ষকর্মীরা চীনে কাজ করার অনুমতি পাবেন কি না। নাকি এটি শুধু তাদের সে দেশে সহজে প্রবেশের সুযোগ দেবে। তারপরও চীনের সামাজিক যোগাযোগমাধ্যমের হাজার হাজার ব্যবহারকারী এই কর্মসূচির সমালোচনা করতে ছাড়েননি।
একজন মন্তব্যকারী লিখেছেন, ‘আমাদের নিজেদেরই এত স্নাতক ডিগ্রিধারী আছে, স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রিধারীর তো কথাই নেই। আমাদের দেশেই প্রতিভার উদ্বৃত্ত রয়েছে। আর এখন আপনারা বিদেশি কলেজ স্নাতকদের নিয়ে আসছেন?’
যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র এই ভ স
এছাড়াও পড়ুন:
পাশ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
মৌসুমের শুরুতে প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারনে কাঙ্খিত ইলিশের দেখা পাচ্ছিলেন না পটুয়াখালীর জেলেরা। গত কয়েকদিন ধরে জেলেদের জালে মিলতে শুরু করেছে রূপালী ইলিশ। এরই মধ্যে প্রজনন মৌসুম শুরু হওয়ায় আজ মধ্যরাত থেকে নদী ও সাগরে শুরু হচ্ছে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। ফলে জেলেদের মুখের হাসি ম্লান হয়েছে।
জেলেদের দাবি, নিষেধাজ্ঞা চলাকালে পাশ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরতে শুরু করে। তাদের এই আগ্রাসন ঠেকাতে সমুদ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। পাশাপাশি নিষেধাজ্ঞা চলাকালীন প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
আরো পড়ুন:
পদ্মা-মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা
মৌসুম শেষে খালি ট্রলার নিয়ে কূলে ফিরছেন জেলেরা
মা ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন বঙ্গোপসাগরসহ সব নদ-নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ। এসময় নদী ও সামুদ্রিক মাছ আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাতকরণসহ ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এদিকে, অবরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলাজুড়ে মাইকিং করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত ট্রলার তীরে ফিরতে শুরু করেছে। মৎস্য বন্দর পটুয়াখালীর মহিপুর ও আলীপুরের শিববাড়িয়া নদীতে নোঙ্গর করে রাখা হয়েয়েছে হাজারো মাছ ধরার ট্রলার। এসব ট্রলারের জেলেরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
অবরোধের কারণে আগামী ২২ দিন বেকার থাকবেন জেলেসহ ও এ পেশার সঙ্গে সম্পৃক্তরা। বিগত বছরগুলোর মতো এ বছরও জেলার ৬৫ হাজার জেলেকে দেওয়া হবে ২৯ কেজি করে চাল। সরকারি এ প্রণোদনা চাহিদার তুলনায় খুবই কম বলে দাবি জেলেদের।
জেলে আবুল হোসেন ফরাজী বলেন, “২২ দিনে মাত্র ২৯ কেজি চাল পাব, এতে কোনভাবে সংসার চলবে না। যদি সরকার চাল একটু বাড়িয়ে দিত, তাহলে পরিবার নিয়ে ভালো থাকতে পারতাম।”
আলী হোসেন নামের অপর জেলে জানান, “সাগরে প্রশাসন টহল না বাড়ালে ভারতের জেলেরা আমাদের দেশে ঢুকে মাছ শিকার করে নিয়ে যাবে। বিগত বছরগুলোতে এ ধরনের ঘটনা অসংখ্যবার ঘটেছে। অবরোধের পর সাগরে গিয়ে আমরা মাছ পাইনি। তাই এবছর আমরা সাগরে প্রশাসনের কঠোর নজরদারি অনুরোধ জানাচ্ছি।”
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “এক সপ্তাহের মধ্যে জেলেদের প্রণোদনা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। সমুদ্র ও নদীতে অবরোধ শতভাগ সফল করতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।”
ঢাকা/ইমরান/মাসুদ