অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার।

তিনি বলেন, “সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে। জাতি আজ একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে।”

শুক্রবার (৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে "জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

সরওয়ার বলেন, “২৪ এর আড়ালে ৭১ এর চেতনাকে অস্বীকার করা যাবে না। ২৪ ও ৭১ একই চেতনার প্রতিফলন। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতেই ১৯৭১ ও ৩৬ জুলাইয়ের অভ্যুত্থান ঘটেছে।”

তিনি বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্র সবার কণ্ঠস্বর শুনবে।”

সংলাপে বক্তব্য রখেন মুসলিম লীগের মহাসচিব আবুল খায়ের, গণ-আজাদী লীগের সভাপতি আতাউল্লাহ খান, জাসদ (শাহজাহান সিরাজ) সভাপতি মোয়াজ্জেম হোসেন খান মজলিস, বাংলাদেশ লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান হামদুল্লাহ মেহেদী, বিজেপির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা, ইসলামী সমন্বয় পরিষদের নেতা এমডি আবু আহাদ আল মামুন, এসএম আবু তাহের, কবি ইসমাইল হোসেন জনি, তানভীর হাসান, ডা.

ফুয়াদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিএম রাশেদ।

ঢাকা/এএএম/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারী নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টায় সেনবাগ উপজেলার পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল হাতে নিয়ে শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। মশাল মিছিলটি সেনবাগ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন:

জকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেলকে ‘ভাড়াটিয়া’ আখ্যা দিয়ে একাংশের বিক্ষোভ

বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

এ সময় নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীরা নোয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে কাজী মফিজুর রহমান মনোনয়ন দেওয়ার দাবি জানান। 

গত ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন বোর্ড নোয়াখালী-২ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুককে প্রাথমিক মনোনয়ন দেয়। 

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘‘জয়নুল আবদীন ফারুক কয়েকবার সংসদ সদস্য হয়েও সেনবাগে উন্নয়ন করেননি। দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়াননি। বিপরীতে কাজী মফিজুর রহমান নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। উন্নয়ন বঞ্চিত সেনবাগের মানুষ পরিবর্তন চান তিনি।’’

ঢাকা/সুজন/বকুল  

সম্পর্কিত নিবন্ধ