কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
আরো পড়ুন:
একই দিনে ২ শিক্ষার্থীকে হারিয়ে শোকে মুহ্যমান চবি
নারকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
পুলিশ জানায়, দুপুরে ভারী বৃষ্টি শুরু হলে ভবানীপুর ঘাটে উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের বাসিন্দা এবং অপরজন দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।
হোমনা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/রুবেল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত নজন র ম ত য
এছাড়াও পড়ুন:
সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে লেনদেন শেষ হয়েছে।
এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। একইসঙ্গে উবয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
আরো পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না গ্লোবাল হেভি কেমিক্যালস
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৮৭টি কোম্পানির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত আছে ৫১টির।
এদিন ডিএসইতে মোট ৩৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৫০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৪৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৯৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৩০ পয়েন্ট বেড়ে ৮৬৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১.৪২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৬৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮২টি কোম্পানির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।
সিএসইতে ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/এসবি