অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘গত দেড় যুগে দেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে তা উঠে এসেছ।’’

শুক্রবার (১৭ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, ‘‘২৪০ বিলিয়ন ডলার মানে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার। টাকার হিসেবে ২১ লাখ কোটি টাকা। দেশে এক বছরের বাজেট ৭ লাখ কোটি টাকা। তিন বছরের বাজেটের সমপরিমাণ টাকা প্রতি বছর লুটপাট করা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘লুটেরা পালিয়ে বিদেশে গিয়ে শান্তিতে বসবাস করছে। এই লুটেরাদের কথা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে সাইবার ফোর্স।’’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ লুটপাটের পক্ষে না। তারা লুটের বিপক্ষে, খুনের বিপক্ষে, খুনির বিপক্ষে। সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে জিয়া সাইবার ফোর্স গঠিত হয়েছে।’’

জিয়া সাইবার ফোর্স ঝিনাইদহ জেলা সমন্বয়ক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় ও জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজিবুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান বাবলু প্রমুখ।

ঢাকা/শাহরিয়ার/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বন্দরের ৯টি ওয়ার্ডে পানি সংকট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, ২৪ নং ওয়ার্ড চৌরাপাড়া পাম্প বর্তমান জায়গায় পুণঃস্থাপন ও পানি সরবরাহের দায়িত্ব পুনরায় ওয়াসার কাছে ন্যাস্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর)  সকাল ১০টায় বন্দর থানার  ২৪ নং ওয়ার্ডের বন্দরের চৌরাপাড়া পাম্প হাউসের সামনে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা, বন্দর নাগরিক কমিটি(বনাক) ও এলাকাবাসীর উদ্যোগে  এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান, শ্রমিক নেতা দাউদ আলী. ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ উজ্জল, মোহাম্মদীয়া জামে মসজিদ কমিটির সহসভাপতি আলী আহমেদ, ক্বারী মোঃ আলতাফ হোসেন, মোহাম্মদ হোসেন, আলহাজ্ব হাফেজ গাজী, মোঃ রিপন, শওকত হোসেন, আলী বাহার প্রমুখ। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তফা সাগর , বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডসহ ৯টি ওয়ার্ডেই তীব্র পানি সংকট বিরাজ করছে। সরবরাহকৃত পানিও ময়লাযুক্ত এবং দুর্গন্ধময় হওয়ায় তা পান করা যায় না। এ ছাড়া চৌরাপাড়া পাম্প হাউসের পাম্পটি সাড়ে ৪ বছর ধরে বিকল হয়ে আছে। অজ্ঞাত কারণে পাম্পটি মেরামত কিংবা নতুন পাম্প স্থাপন করা হচ্ছেনা।

এ কারণে এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। অবিলম্বে পানি সংকট নিরসনে উদ্যোগ না নিলে মানববন্ধন থেকে নগরভবন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • ফিকির নতুন সভাপতি হচ্ছেন রুপালী হক চৌধুরী
  • গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখা থেকে ৯ নেতার পদত্যাগ
  • ৭ বছর পর জাতীয় নির্বাচনে ফিরছে জেএসএস
  • বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন  
  • বিএনপির মনোনয়ন পেলেন কৃষক দলের নেতা নাসির, অন্য পক্ষে অসন্তোষ