শাবিপ্রবিতে ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ছাত্রদল
Published: 19th, October 2025 GMT
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সেক্রেটারি নাইম সরকার এ অভিযোগ করেন।
আরো পড়ুন:
অস্ত্র মামলায় বহিষ্কৃত ছাত্রের শাস্তি প্রত্যাহার দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন
শাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে হাফিজুল-হীরা
তিনি বলেন, “আমরা শাকসু চাই। তবে বর্তমানে ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সমান সুযোগ নিশ্চিত করে সেমিস্টার ফাইনালের পর শাকসুর কার্যক্রম শুরু করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিতে পারবে।”
তিনি আরো বলেন, “প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, আবাসিক হলে সিট বরাদ্দে অনিয়ম, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের অংশগ্রহণে বাধা সৃষ্টি করছে।”
এ সময় সংগঠনটির পক্ষ থেকে সাত দফা প্রস্তাবনা উপস্থাপন করে। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে— সেমিস্টার ফাইনালের পর শাকসুর কার্যক্রম শুরু করা; ক্যাম্পাসের সব অংশীজনের ঐক্যের ভিত্তিতে ‘স্মার্ট ও সুরক্ষিত ক্যাম্পাস সনদ–২০২৫’ প্রণয়ন; হল সিট বরাদ্দে কোটার প্রক্রিয়া ও প্রশাসনিক নীতিমালা স্বচ্ছ ও সবার জন্য সমান করা; সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।
বাকি প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে- শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সুযোগ, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থী কল্যাণকে অগ্রাধিকার দেওয়া; প্রশাসন ও শিক্ষক সমাজকে রাজনৈতিক পক্ষপাত থেকে মুক্ত রাখা; ৫ আগস্ট পরবর্তী ছাত্রদলের উত্থাপিত সব দাবি দ্রুত বাস্তবায়ন করা।
ছাত্রদল নেতারা বলেন, এসব দাবি বাস্তবায়ন হলেই শাবিপ্রবিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচন সম্ভব হবে।
ঢাকা/ইকবাল/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল শ ব প রব ত ছ ত রদল
এছাড়াও পড়ুন:
আড্ডা আর গানে চুয়েটে ‘জয়ধ্বনির’ উৎসবমুখর আয়োজন
মঞ্চে দাঁড়িয়ে কেউ গাইছেন গান, কেউ গিটারের তারে তুলছেন সুর। দর্শকেরাও সেই সুর মোহিত হয়ে উপভোগ করছেন। কেউ দিচ্ছেন করতালি, কেউবা মুঠোফোনের ফ্ল্যাশ জ্বেলে শিল্পীদের উৎসাহ দিচ্ছেন। সেই সঙ্গে মঞ্চের আলোকসজ্জা তো আছেই।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বাস্কেটবল মাঠে গিয়ে দেখা যায় এ দৃশ্য। উৎসবমুখর এ পরিবেশের আয়োজন করেছিল চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি। সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।
সংগঠনটির দুই দিনব্যাপী এ উৎসবে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এ ছাড়া সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরাও রয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ উৎসব শেষ হয়েছে। এ উৎসব ঘিরে মাঠের চারপাশে বসে বিভিন্ন ধরনের স্টল। এতে ছিল নানা পণ্য, খাবার ও শীতের পিঠা।
উৎসবের সহযোগিতায় রয়েছে প্রথম আলো, পৃষ্ঠপোষকতায় ইলেকট্রনিক কোম্পানি ‘হ্যাভিট’, খাদ্যসহায়তায় ‘পাহাড়িকা কিচেন’ আর বেভারেজ সহায়তায় মোজো।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। এরপর পর্যায়ক্রমে মঞ্চে গান পরিবেশন করেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিল্পীরা। বিরতির পর রাত নয়টায় আবার শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। একে একে মঞ্চে গান পরিবেশন করেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পরিবেশকদের সম্মাননা দিয়ে প্রথম দিনের উৎসব শেষ হয়।
দুই দিনব্যাপী উৎসবের এ আয়োজন দেখতে ভিড় করেন হাজারো শিক্ষার্থী। গত বৃহস্পতিবার রাতে চুয়েটের বাস্কেটবল মাঠে