১৮ বছর পর পাকিস্তানে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা
Published: 23rd, October 2025 GMT
রাওয়ালপিন্ডি টেস্টে ৪ উইকেটে ৯৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। আজ চতুর্থ দিনে সকালের সেশনে ৪৪ রানে বাকি ৬ উইকেট হারিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট হয় শান মাসুদের দল। এতে জয়ের জন্য মাত্র ৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল প্রোটিয়ারা।এর আগে তাদের সর্বশেষ জয় ২০০৭ সালে। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–১ এ ড্র করল দুই দল। এখন সামনে টি–টোয়েন্টি সিরিজ। ২৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টি–টোয়েন্টি। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে দুই দল।
তৃতীয় দিনে ৩৫ ওভার ব্যাট করেছে পাকিস্তান। বাবর আজম ৪৯ ও মোহাম্মদ রিজওয়ান ১৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেন। আজ সকালের সেশনে মাত্র ১৪.
বিস্তারিত আসছে...।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হাসিনা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন: চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করেছেন বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনা একটা সিভিল ওয়ার (গৃহযুদ্ধ) লাগানোর চেষ্টা করেছেন। সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন, তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছো না। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাজুল ইসলাম এসব কথা বলেন।