খাগড়াছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘পাহাড় ডিঙ্গিয়ে উঠব মোরা, শিক্ষার মশাল জ্বেলে’ স্লোগানে শনিবার (২৫ অক্টোবর) সকালে ভাইবোনছড়ার ছোটবাড়িপাড়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

ভাসানী বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

‘কাশির সূত্র ধরে’ খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেপ্তার ৩

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ভাইবোনছড়া উপ-আঞ্চলিক শাখা ও সচেতন ত্রিপুরা নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড এর সদর জোন কমান্ডার লে.

কর্নেল মো. খাদেমুল ইসলাম।

অনুষ্ঠানে এসএসসি-২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, পাহাড়ের প্রতিটি শিক্ষার্থীই আমাদের সম্পদ। শিক্ষা মানুষকে শুধু জ্ঞানের আলোয় আলোকিত করে না, এটি তাকে দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তোলে।

ঢাকা/রূপায়ন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এসএসস অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

আমরা স্বপ্নের কথা বলি না, বাস্তবায়নের কথা বলি: নিপুন

‘‘আমরা স্বপ্নের কথা বলি না, আমরা বলি বাস্তবায়নের কথা। আমরা স্বপ্ন দেখাই না, আমরা স্বপ্ন বাস্তবায়ন করতে বেশি পছন্দ করি। একটি ভালো স্বপ্ন দেখে নিজেকে স্থির করতে হবে। তবেই তুমি তোমার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে,’’ বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। 

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে কেরাণীগঞ্জ উপজেলার জিনজিরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি আরো বলেন, ‘‘শিক্ষার্থীরাই এক সময় দেশের নেতৃত্ব দেবে। তোমরা আমার সন্তানের মতো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের কাম্য। শুধু একাডেমিক শিক্ষা নয়, কারিগরী শিক্ষাও গ্রহণ করতে হবে।’’

‘‘নতুন কুঁড়ি’ থেকে আমাদের অসংখ্য সুনামধন্য খ্যাতিজন জন্ম নিয়েছে। জিয়াউর রহমান এ রকম নতুন কুঁড়িসহ শিশুদের মেধা বিকাশের জন্য পরিশ্রম করেছেন। শিশুদের জন্য শিশুপার্ক করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে দেশের শিক্ষাব্যবস্থা চালু করেছিলেন,’’ বলেন নিপুন। 

গোলজারবাগ দুর্জয় অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাহিদ মামুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন, কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লা প্রমুখ। 

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৮৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

ঢাকা/শিপন//

সম্পর্কিত নিবন্ধ

  • আমরা স্বপ্নের কথা বলি না, বাস্তবায়নের কথা বলি: নিপুন