স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা প্রায় শেষ। শুরু হবে নতুন ক্লাসে ভর্তির প্রক্রিয়া। আবার এবারই হয়তো অনেক শিশু প্রথমবারের মতো স্কুলে ভর্তি হতে যাচ্ছে। স্কুল মানেই শিশুদের হইচই, কলরব আর দৌড়ঝাঁপ। কিন্তু ব্যতিক্রমও আছে। অনেক শিশুই স্কুলে যেতে অনীহা প্রকাশ করে। স্কুলে ঢুকতে বা ক্লাসে গিয়ে বসতেই চায় না। কান্নাকাটি করে। যেসব শিশু নতুন স্কুলে ভর্তি হচ্ছে তাদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা গেলেও অন্যদের যে হয় না, তা নয়। শিশু কেন স্কুলে যেতে চাইছে না, কারণগুলো বুঝে সে মতো ব্যবস্থা নিলে স্কুলের সময়টা আরও আনন্দময় হয়ে উঠবে।
যে শিশু আজ স্কুলে যাওয়া শুরু করছে, তাকে পরবর্তী বছরগুলোতে পড়াশোনার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। তাই এ সময়েই শিশুটিকে এসব বিষয়ে প্রস্তুত করতে হবে।
যে শিশুরা স্কুলে যেতে চায় না, তারা স্কুলে না যাওয়ার জন্য নানা রকম বাহানা দেখায়। অনেকে কান্নাকাটি করে। সাধারণত তারা স্কুল থেকে পালিয়ে কোথাও যায় না। বাসায় থাকতে চায়। তবে পড়ালেখায় অনাগ্রহই শিশুর স্কুলভীতির একমাত্র কারণ নয়। বেশির ভাগ ক্ষেত্রেই স্কুলের পরিবেশ, সহপাঠীদের আচরণ, সামাজিক সমস্যা (যেমন বুলিং), এমনকি অভিভাবকের দৃষ্টিভঙ্গিও শিশুর স্কুলভীতির কারণ হয়ে উঠতে পারে।
শিশু স্কুলে গিয়ে বন্ধুর অভাবে আছে কি না সেটা খেয়াল রাখা জরুরি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শিশু কেন স্কুলে যেতে চায় না
স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা প্রায় শেষ। শুরু হবে নতুন ক্লাসে ভর্তির প্রক্রিয়া। আবার এবারই হয়তো অনেক শিশু প্রথমবারের মতো স্কুলে ভর্তি হতে যাচ্ছে। স্কুল মানেই শিশুদের হইচই, কলরব আর দৌড়ঝাঁপ। কিন্তু ব্যতিক্রমও আছে। অনেক শিশুই স্কুলে যেতে অনীহা প্রকাশ করে। স্কুলে ঢুকতে বা ক্লাসে গিয়ে বসতেই চায় না। কান্নাকাটি করে। যেসব শিশু নতুন স্কুলে ভর্তি হচ্ছে তাদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা গেলেও অন্যদের যে হয় না, তা নয়। শিশু কেন স্কুলে যেতে চাইছে না, কারণগুলো বুঝে সে মতো ব্যবস্থা নিলে স্কুলের সময়টা আরও আনন্দময় হয়ে উঠবে।
যে শিশু আজ স্কুলে যাওয়া শুরু করছে, তাকে পরবর্তী বছরগুলোতে পড়াশোনার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। তাই এ সময়েই শিশুটিকে এসব বিষয়ে প্রস্তুত করতে হবে।
যে শিশুরা স্কুলে যেতে চায় না, তারা স্কুলে না যাওয়ার জন্য নানা রকম বাহানা দেখায়। অনেকে কান্নাকাটি করে। সাধারণত তারা স্কুল থেকে পালিয়ে কোথাও যায় না। বাসায় থাকতে চায়। তবে পড়ালেখায় অনাগ্রহই শিশুর স্কুলভীতির একমাত্র কারণ নয়। বেশির ভাগ ক্ষেত্রেই স্কুলের পরিবেশ, সহপাঠীদের আচরণ, সামাজিক সমস্যা (যেমন বুলিং), এমনকি অভিভাবকের দৃষ্টিভঙ্গিও শিশুর স্কুলভীতির কারণ হয়ে উঠতে পারে।
শিশু স্কুলে গিয়ে বন্ধুর অভাবে আছে কি না সেটা খেয়াল রাখা জরুরি