বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনার হওয়া মানেই বিশাল এক যুদ্ধর মধ‌্য দিয়ে ক‌্যারিয়ার গড়া। শুরুতে একটু নাক সিটকানো, এরপরও অবহেলা। এরপর সামান‌্য সুনজর পাওয়ার পরও সুযোগের অপেক্ষায় কেটে যায় অনেক প্রহর। সব অবজ্ঞা পেরিয়ে, কন্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে যখন কেউ লাইমলাইটে চলে আসেন তার ওপর থাকে রাজ‌্যের চাপ। সেই চাপ সামলে নিতে পারেন খুব কম জনই।

রিশাদ হোসেন কাঁটা বিছানো সব পথ পেরিয়ে রঙিন পোশাকে নিজের উজ্জ্বল ক‌্যারিয়ারের ঝলক দেখিয়েছেন। শুরুতে টি-টোয়েন্টিতে নিজের জায়গা পাকাপাকি করেছেন। ওয়ানডেতে ছিলেন আসা-যাওয়ার মধ‌্যে। এখন সেখানেও নিজের অবস্থান তৈরি করে ফেলেছেন রিশাদ। 

লেগ স্পিনের সঙ্গে গুগলির মিশেলে রিশাদ এখন নিজের আক্রমণ সাজিয়েছেন দারুণভাবে। এখন সেই অস্ত্র ভান্ডারে যোগ করেছেন ফ্লিপার ও স্লাইডার। বাংলাদেশের স্পিনিং কোচ মুশতাক আহমেদের কাছে রিশাদ পাঠ নিচ্ছেন ফ্লিপার ও স্লাইডার বল করার।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে সোমবার ও মঙ্গলবার হয়েছে দুই দিনের বিশেষ রিস্ট স্পিন ক্যাম্প। গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ শাহিদ মেহমুদের সঙ্গে স্থানীয় লেগ স্পিনার ও বাঁহাতি রিস্ট স্পিনারদের সঙ্গে কাজ করেন মুশতাক। সেখানেই মুশতাকের ক্লাসে বসেছিলেন রিশাদ। 

ক্যাম্প শেষে সংবাদ মাধ্যমে মুশতাক বলেছেন, ‘‘সে গুগলি শিখছে। গুগলি একটা শিল্প। সে এখন গুগলি, লেগ ব্রেক, ফ্লিপার- সবই শিখছে। পরের ধাপে আসবে ফ্লিপার আর স্লাইডার। লেগ ব্রেক, গুগলি শিখে ফেলেছে। পরের ধাপ হলো টপ স্পিনার, ফ্লিপার ও স্লাইডার।” 

তবে তরুণ স্পিনারকে বেসিক থেকে না সরার পরামর্শ দিয়েছেন মুশতাক, ‘‘এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে রিশাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেসিক ঠিক রাখা। যখন বেসিক ও প্রক্রিয়া ঠিক থাকবে, ইনশাআল্লাহ, সে পাঁচ-ছয় ধরনের বলই করতে পারবে।” 

তরুণদের জন্য রিশাদ অনুপ্রেরণার বলতে ভুল করেননি মুশতাক, ‘‘আমি মনে করি রিশাদ (অনুপ্রেরণা)। কারণ সে এখন খুব ভালো বল করছে। বাংলাদেশের হয়ে অনেক উইকেট নিচ্ছে। যে কোনো নায়ক যখন জাতীয় দলে খেলে, উইকেট নেয়, সবাই তার মতো হতে চায়।”

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম শত ক

এছাড়াও পড়ুন:

বিএনপির প্রাথমিক সদস্যপদ নিলেন মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ

জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এ তথ্য জানা গেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন (রূপনগর-পল্লবী) থেকে বিএনপির প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জানান, স্নিগ্ধর সদস্যপদ গ্রহণের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আরো পড়ুন:

বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থী

টাঙ্গাইলে বিএনপির আনন্দ মিছিলে আ.লীগ নেতার স্লোগান 

এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ