রাজশাহীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি রিভলবার এবং ৫০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরের রাজপাড়া থানার শ্রীরামপুরে পদ্মা নদীর ভাঙ্গাপাড়া ঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি পড়েছিল। খবর পেয়ে রাজপাড়া পুলিশ গিয়ে উদ্ধার করে।

আজ রোববার সন্ধ্যায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাবিনা ইয়াসমিন বলেন, থানা থেকে লুট হওয়ার ১৬৪ অস্ত্রের মধ্যে পুলিশ এখন পর্যন্ত ১৪৭টি অস্ত্র উদ্ধার করেছে। বাকি অস্ত্রগুলো উদ্ধারে চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের সময় থানায় হামলা হয়। এ সময় রাজশাহী মহানগর পুলিশের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। এ সময় থানা থেকে দুর্বৃত্তরা ১৬৪টি অস্ত্র লুট করে। উদ্ধার হওয়া রিভলবার ও গুলি পরীক্ষা করে দেখতে পাওয়া গেছে এটি ব্যক্তিগত অস্ত্র। এটি রাজপাড়া থানার অস্ত্রাগারে অস্ত্রের মালিক জমা রেখেছিলেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা এটি অস্ত্রাগার থেকে লুট করে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ধানমন্ডি ৩২ নম্বরে যান চলাচল স্বাভাবিক

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে অবস্থানরত বিক্ষোভকারীদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এরপরই এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাতে পৌনে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে, দুপুর ২টার বিক্ষোভকারীরা ৩২ নম্বরে অবস্থান নিলে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেখ হাসিনার রায়কে ঘিরে এদিন সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে।

বিক্ষোভকারীরা দুপুরের দিকে দুটি এস্কাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যান। কিন্তু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার কারণে বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙতে পারেননি তারা।

ঢাকা/রায়হান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ