রাজশাহীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি রিভলবার এবং ৫০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরের রাজপাড়া থানার শ্রীরামপুরে পদ্মা নদীর ভাঙ্গাপাড়া ঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি পড়েছিল। খবর পেয়ে রাজপাড়া পুলিশ গিয়ে উদ্ধার করে।

আজ রোববার সন্ধ্যায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাবিনা ইয়াসমিন বলেন, থানা থেকে লুট হওয়ার ১৬৪ অস্ত্রের মধ্যে পুলিশ এখন পর্যন্ত ১৪৭টি অস্ত্র উদ্ধার করেছে। বাকি অস্ত্রগুলো উদ্ধারে চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের সময় থানায় হামলা হয়। এ সময় রাজশাহী মহানগর পুলিশের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। এ সময় থানা থেকে দুর্বৃত্তরা ১৬৪টি অস্ত্র লুট করে। উদ্ধার হওয়া রিভলবার ও গুলি পরীক্ষা করে দেখতে পাওয়া গেছে এটি ব্যক্তিগত অস্ত্র। এটি রাজপাড়া থানার অস্ত্রাগারে অস্ত্রের মালিক জমা রেখেছিলেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা এটি অস্ত্রাগার থেকে লুট করে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ