বন্দরে ইয়াবাসহ কক্সবাজারের নারী মাদক কারবারি গ্রেপ্তার
Published: 27th, January 2025 GMT
বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের নারী মাদক কারবারি ওসমানী আক্তার ওরফে বুলবুল (২০)কে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
ধৃত নারী মাদক কারবারি ওসমানী আক্তার ওরফে বুলবুল সুদূর কক্সবাজার জেলার টেকনাফ থানার খুনকারপাড় এলাকার কামাল হোসেন মিয়ার মেয়ে।
ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যলয়ের উপ পরিদর্শক মোঃ শাহীন শওকত বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৮(১)২৫ তাং- ২৭-১-২৫ইং।
গ্রেপ্তারকৃতকে সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (২৬ জানুয়ারী) রাতে বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী শ্যামলী এন আর ট্র্যাভেলসের (ঢাকা মেট্রো ব ১৫- ২৫০৮) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি ওসমানী আক্তার ওরফে বুলবুল দীর্ঘ দিন ধরে ঢাকা নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//