বিসিবি সভাপতির সঙ্গে সাক্ষাৎ স্বাধীন তদন্ত কমিটির
Published: 4th, February 2025 GMT
ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি গ্রহণের অংশ হিসেবে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। মঙ্গলবার ওই তদন্ত কমিটি বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
চলতি বিপিএলে স্পষ্ট ফিক্সিংয়ের সন্দেহ তৈরি হয়েছে। বিসিবি বিপিএলে সততার বিষয়টি অনুসন্ধানে তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে।
আপিল বিভাগের সাবেক বিচারক মির্জা হায়দার আলীকে আহবায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন- সাবেক ক্রিকেটার শাকিল কাসেম ও আন্তর্জাতিক আইনজীবী ড.
বিসিবি এক বার্তায় সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, স্বাধীন তদন্ত কমিটি বিসিবি ও বিসিবির দুর্নীতি দমক ইউনিটকে (আকসু) সহায়তা করবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে পরে বিস্তারিত জানাবে নির্বাচন কমিশন।
এতে অংশ নিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, সেনাপ্রধানের প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, নৌবাহিনীর প্রধানের প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ও বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, এনএসআইর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, ডিজিএফআইর মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শক জি এম আজিজুর রহমান এবং সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাহ।
ইসি সূত্র জানিয়েছে, ভোট কেন্দ্রের নিরাপত্তা, বাহিনীর দায়িত্ব বণ্টন, নজরদারির প্রযুক্তিগত সুবিধা ও জরুরি পরিস্থিতিতে সমন্বয় কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে বৈঠকে। এছাড়া, ভোটের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি, টহল ও তথ্য বিনিময় ব্যবস্থাসহ বিভিন্ন নিরাপত্তা দিক পর্যালোচনা করা হচ্ছে।
ঢাকা/এএএম/রফিক