রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাঁদের মধ্যে দুজন কিশোর গ্যাং সদস্য ও দুজন মাদক ব্যবসায়ী। গতকাল শুক্রবার গভীর রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় কার্যক্রম পরিচালনা করা সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের সদস্যরা এই অভিযান চালান। অভিযানে গ্রেপ্তার হওয়া আসামি ও উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মোহাম্মদপুর থানা পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

অভিযানে একটি দেশীয় সামুরাই অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো.

সুজন ব্যাপারী (২৭) ও মো. রাব্বি (২২)। তাঁরা দুজনই চিহ্নিত কিশোর গ্যাং সদস্য, যাঁদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে। গ্রেপ্তার এড়াতে একটি দোতলা ভবনের ছাদ থেকে পাশের টিনশেডের ওপর ঝাঁপ দিয়ে তাঁরা কিছুটা আহত হন। পরে তাঁদের গ্রেপ্তার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মাদক ও মাদক বিক্রির অর্থসহ দুজনকে গ্রেপ্তার করা হয়

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর ম হ ম মদপ র

এছাড়াও পড়ুন:

বেরোবিতে ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর বেরোবি কেন্দ্রে মোট ৩ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষার্থীরা জানান, পরীক্ষার পরিবেশ মোটামুটি ভালো ছিল। তবে কিছু প্রশ্ন বেশ চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে সাধারণ জ্ঞান অংশে। এরপরও তারা সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এত দিনের পরিশ্রম সফল হবে; এমন প্রত্যাশাই এখন তাদের মধ্যে সবচেয়ে বেশি।

আরো পড়ুন:

জবিতে ভর্তির আবেদন ৫ ডিসেম্বর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৩ নভেম্বর

ভর্তি পরীক্ষা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, “এখন পর্যন্ত কোনোধরনের অনিয়ম বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। আমাদের কেন্দ্রে প্রায় ৯৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট।”

‎ঢাকা/সাজ্জাদ/জান্নাত

সম্পর্কিত নিবন্ধ