একসঙ্গে ভিডিও দেখার সুযোগ আনছে টিকটক
Published: 13th, December 2025 GMT
খুদে ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ইনবক্সে ডিরেক্ট মেসেজিংয়ে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ইন্টারঅ্যাকটিভ করতে নতুন একটি ফিচার চালু করেছে। শেয়ারড ফিড নামের এই সুবিধার মাধ্যমে এখন ডিরেক্ট মেসেজে (ডিএম) একসঙ্গে ভিডিও দেখা ও তা নিয়ে আলোচনা করতে পারবেন ব্যবহারকারীরা।
টিকটক জানিয়েছে, শেয়ারড ফিড ব্যবহার করে বন্ধু ও পরিবারের সদস্যরা নিজেদের আগ্রহভিত্তিক ভিডিও ফিড একসঙ্গে উপভোগ করতে পারবেন। খেলাধুলা, শীতকালীন ছুটির কার্যক্রম বা পছন্দের ফ্যাশন নির্মাতাদের ভিডিও সবই থাকবে এই ফিডে। ব্যবহারকারীদের রুচি ও আগ্রহের মিল বিবেচনায় নিয়ে কনটেন্ট নির্বাচন করে দুজনের মধ্যে যোগাযোগ আরও ঘনিষ্ঠ করবে এই ফিচার।
প্রতিদিন একটি প্রাইভেট চ্যাটে সর্বোচ্চ ১৫টি ভিডিওর একটি বাছাই করা তালিকা যুক্ত হবে শেয়ারড ফিডে। বিভিন্ন ভিডিও নির্বাচন করা হবে ব্যবহারকারীদের টিকটক ব্যবহারের ধরন, কোন ভিডিও তাঁরা দেখেন, লাইক দেন কিংবা মন্তব্য করেন এসব তথ্যের ভিত্তিতে। এতে প্রতিটি শেয়ারড ফিড হবে আলাদা ও নির্দিষ্ট সেই দুজনের আগ্রহ অনুযায়ী সাজানো।
এই ফিচার ব্যবহার করতে ডিরেক্ট মেসেজে কাউকে যুক্ত করে একটি শেয়ারড ফিড শুরু করতে হবে। এরপর টিকটকের অ্যালগরিদম প্রতিদিন এক ডজনের বেশি ভিডিও দেখাবে। শেয়ারড ফিডে থাকা ভিডিও নিয়ে ডিরেক্ট মেসেজের মধ্যেই মন্তব্য করা, লাইক দেওয়া কিংবা আলাপ চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে। এই অভিজ্ঞতা পছন্দ না হলে ব্যবহারকারীরা যেকোনো সময় শেয়ারড ফিড থেকে বেরিয়ে যাওয়ার সুবিধাও পাবেন।
সূত্র: ম্যাশেবল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ য় রড ফ ড ব যবহ র ট কটক
এছাড়াও পড়ুন:
শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হলেন ২৭০৬ জন
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার অধ্যাপক ও সহযোগী অধ্যপক পদে একসঙ্গে ২ হাজার ৭০৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৯৫ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পর্যায়ের ১ হাজার ৭১১ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির কথা জানিয়েছে। পদোন্নতি পাওয়া শিক্ষকেরা আগের পদেই দায়িত্ব পালন করে যাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর একসঙ্গে ১ হাজার ৮৭০ প্রভাষককে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়। এর মধ্যে দিয়ে তিন সপ্তাহের মধ্যে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো। অর্থাৎ শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য তিনটি স্তরেই পদোন্নতি দেওয়া হলো।
আরও পড়ুনএলোমেলো শিক্ষা খাত, বাড়ছে সংকট২০ নভেম্বর ২০২৫