ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
Published: 13th, December 2025 GMT
কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।
মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
১৭১ রানের ইনিংসে এশিয়া কাপে সুর্যবংশীর রেকর্ডের ঝড়
আরেকদিন, আরেক রেকর্ড; ভৈভব সুর্যবংশীর ব্যাটে যেন রোজই নতুন ইতিহাস লেখা হচ্ছে। মাত্র ১৪ বছরের এই প্রতিভাবান ওপেনার শুক্রবার (১২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেললেন এক ঝড়ো ইনিংস। ৯৫ বলে ১৭১! তাও আবার চারদিক উড়িয়ে ১৪ ছক্কায় রাঙানো এক মহাকাব্যিক প্রদর্শনী।
৩০ বলে হাফ-সেঞ্চুরি, ৫৬ বলে সেঞ্চুরি; একবার লয় পেলে যেন থামার ক্ষমতাই হারিয়ে ফেলেন ভৈভব। ৮৪ বলে পৌঁছে যান ১৫০-এ। আর শেষ পর্যন্ত ১৭১ রানের সেই ইনিংসেই ভেঙে ফেলেন দু’টি এশিয়া কাপ রেকর্ড। যা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।
আরো পড়ুন:
১২ বছরে ৩০ প্রচেষ্টার পর অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেলেন রুট
ওয়াসিম আকরামের রেকর্ড ভেঙে শীর্ষে স্টার্ক
এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল আফগানিস্তানের দারবিশ রাসুলির (২০১৭ সালে ১০টি)। ভৈভব সেটিকে ছাড়িয়ে এখন এক ইনিংসে সর্বোচ্চ ১৪ ছক্কায় নতুন মালিক। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্ট মিলিয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। রাসুলির আগের ২২ ছক্কাকে টপকে ভৈভবের সংখ্যা এখন ২৬।
এই ১৭১ রান অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। তালিকার এক নম্বরে আছেন আম্বাতি রাইডু। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার অপরাজিত ১৭৭ রানের ইনিংস এখনো শীর্ষে।
দলে আছেন মুম্বাই ও সিএসকে ওপেনার মাটরের মতো উদ্যমী নেতা। তার নেতৃত্বে ভারত অনূর্ধ্ব–১৯ দল শুক্রবার ইউএই’কে হারিয়ে অভিযান শুরু করার রসদ পেয়ে গেছে। তবে পুরো এশিয়া কাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি হবে রোববারের ভারত-পাকিস্তান লড়াই। আগামী বছরের বিশ্বকাপ প্রস্তুতির আগাম পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে এটিকে।
এদিকে সাম্প্রতিক পুরুষ এশিয়া কাপ, নারী ওয়ানডে বিশ্বকাপ ও রাইজিং স্টারস টি–টোয়েন্টি এশিয়া কাপে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছেন। পাহালগাম সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারতীয় সেনা ও নিহতদের প্রতি সংহতির বার্তা হিসেবেই এমন সিদ্ধান্ত।
তবে জুনিয়র স্তরে চিত্রটা ভিন্ন। আইসিসি চায় রাজনীতি থেকে দূরে থাকুক অনূর্ধ্ব-১৯ ক্রিকেট, এবং বজায় থাকুক স্বাভাবিক খেলোয়াড়সুলভ সৌজন্য আচরণ।
এক বিসিসিআই কর্মকর্তা পিটিআইকে জানান, “ছেলেদের আলাদা করে কিছু বলা হয়নি। তবে ম্যানেজার আনন্দ দাতারকে বিসিসিআই নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। ভারতের ছেলেরা যদি পাকিস্তান দলের সঙ্গে করমর্দন না করে, তাহলে আগে থেকেই ম্যাচ রেফারিকে জানাতে হবে।
ঢাকা/আমিনুল