অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে আজ বুধবার থেকে সব পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় এ ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ী অফিসে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি, সিরাজগঞ্জ জেলা পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি, বাঘাবাড়ী ঘাট পাম্প মালিক সমিতি ও উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি সমবায় সমিতির নেতারা উপস্থিত ছিলেন। 

নেতারা বলেন, গত ২৯ জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ কোনো নোটিশ ছাড়াই বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শনের পর অবৈধ ঘোষণা করে মাইকিং করে। বিষয়টি নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ফয়সালা করলেও, নতুন করে উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি পাম্প ভেঙে দেওয়া হয়েছে। অথচ সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে বৈধভাবে লিজ নিয়ে ব্যবসা করে আসছে সবাই। বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের কিছু কর্মকর্তা লিজের পরিবর্তে ওই জায়গা কিনে নিতে বলছে। তেল ব্যবসায়ীরা জায়গা কিনে নিতে রাজি হলেও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জায়গা লিখে দেবেন না বলে জানান। এ নিয়ে মতপার্থক্যের কারণে তারা স্বেচ্ছাচারীভাবে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। অথচ এ নিয়ে  হাইকোর্টে মামলা চলমান। এই স্বেচ্ছাচারের প্রতিবাদে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরাঞ্চলে সব ধরনের তেল উত্তোলন ও বিপণন বন্ধ ঘোষণা করা হয়েছে। 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শ্রীলঙ্কাকে ধবলধোলাই করল পাকিস্তান

ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার পর পাকিস্তান ছাড়তে চেয়েছিলেন শ্রীলঙ্কার বেশ কিছু ক্রিকেটার। তখন ওয়ানডে সিরিজে কেবল একটি ম্যাচ হয়েছে এবং পাকিস্তান জিতেছে। এরপর পাকিস্তান প্রশাসনের উচ্চ পর্যায় থেকে অনেক বুঝিয়ে-সুজিয়ে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে রাজি করানো হয় শ্রীলঙ্কার খেলোয়াড়দের। অতিথি দলটির এমন মহানুভবতাকে পাকিস্তান বরণ করে নিল কীভাবে? ধবলধোলাই করে!

রাওয়ালপিন্ডিতে আজ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৫.২ ওভারে ২১১ রানে অলআউট হয় কুশল মেন্ডিসের দল। তাড়া করতে নেমে ৩২ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ তে জিতল শাহিন আফ্রিদির দল।

পাকিস্তানে ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টে এখন খেলার অপেক্ষায় শ্রীলঙ্কা। পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি এই টুর্নামেন্টের অপর দল জিম্বাবুয়ে।

ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি শ্রীলঙ্কা

সম্পর্কিত নিবন্ধ