অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে আজ বুধবার থেকে সব পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় এ ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ী অফিসে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি, সিরাজগঞ্জ জেলা পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি, বাঘাবাড়ী ঘাট পাম্প মালিক সমিতি ও উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি সমবায় সমিতির নেতারা উপস্থিত ছিলেন। 

নেতারা বলেন, গত ২৯ জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ কোনো নোটিশ ছাড়াই বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শনের পর অবৈধ ঘোষণা করে মাইকিং করে। বিষয়টি নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ফয়সালা করলেও, নতুন করে উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি পাম্প ভেঙে দেওয়া হয়েছে। অথচ সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে বৈধভাবে লিজ নিয়ে ব্যবসা করে আসছে সবাই। বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের কিছু কর্মকর্তা লিজের পরিবর্তে ওই জায়গা কিনে নিতে বলছে। তেল ব্যবসায়ীরা জায়গা কিনে নিতে রাজি হলেও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জায়গা লিখে দেবেন না বলে জানান। এ নিয়ে মতপার্থক্যের কারণে তারা স্বেচ্ছাচারীভাবে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। অথচ এ নিয়ে  হাইকোর্টে মামলা চলমান। এই স্বেচ্ছাচারের প্রতিবাদে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরাঞ্চলে সব ধরনের তেল উত্তোলন ও বিপণন বন্ধ ঘোষণা করা হয়েছে। 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

উত্তরবঙ্গের সম্ভাবনাকে ভারতের প্রেসক্রিপশনে নষ্ট করা হয়েছে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “বিগতদিনে যারা নেতৃত্বে ছিলেন তারা উত্তরবঙ্গের সম্ভাবনাকে কাজে লাগাতে পারেননি। উত্তরবঙ্গের কৃষির যে অপার সম্ভাবনা ছিল, সেটাকে নষ্ট করা হয়েছে। এ দিকের যে বন্দরগুলো আছে সেগুলোসহ অনেক কিছু ভারতের প্রেসক্রিপশনে নষ্ট করা হয়েছে।” 

শনিবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজারে ছাত্র-যুব ও নাগরিক সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। চিরিরবন্দর খানসামা উন্নয়ন ফোরাম এই সমাবেশের আয়োজন করে।

সাদিক কায়েম বলেন, “উত্তরবঙ্গের সবাইকে শপথবদ্ধ হতে হবে। উত্তরবঙ্গকে যদি ঢেলে সাজাতে হয়, তাহলে আমাদের উত্তরবঙ্গের ইনসাফের প্রতিনিধিদের আসন্ন নির্বাচনে জয়ী করে আনতে হবে।”

তিনি বলেন, “আজকে সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে। সারা দেশে আজকে নিরব বিপ্লব হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা আজকে ইনসাফেন পক্ষে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণরা ইনসাফের পক্ষে রায় দিয়েছেন। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।” 

চিরিরবন্দর উপজেলা জামায়েতের আমির প্রভাষক মো. রাশেদুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা। প্রধান আলোচক ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • উত্তরবঙ্গের সম্ভাবনাকে ভারতের প্রেসক্রিপশনে নষ্ট করা হয়েছে: সাদিক কায়েম