জাতীয় সংসদ নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা না হলেও রাজশাহীর সংসদীয় আসনগুলোতে ভোটের হাওয়া বিদ্যমান। এদিক থেকে এগিয়ে বিএনপির সম্ভাব্য প্রার্থীরাই। তবে বছরের পর বছর সম্মেলন না হওয়ায় দলটির জেলা, মহানগর, ওয়ার্ড, থানাসহ ইউনিটগুলোতে আসেনি নতুন নেতৃত্ব।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হয়েছিল তিন মাসের জন্যে। অথচ সেই কমিটির বয়স এখন ছয় বছর। একইভাবে সালে মহানগর বিএনপির কমিটিও তিন মাসের জন্য গঠন করে তার বয়স চার বছর পেরিয়েছে। প্রতিটি ইউনিটেই রয়েছে একাধিক গ্রুপ। প্রভাব বাড়াতে গিয়ে প্রতিপক্ষ গ্রুপের ওপর হচ্ছে হামলা ও পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। ফলে সংগঠনে  শৃঙ্খলা ফেরাতে প্রতিটি ইউনিটেই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি প্রয়োজন বলে মনে করছেন সাবেক নেতারা।

২০২১ সালের ১০ মার্চ তিন মাসের জন্য মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন হয়। মহানগরে এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশীদকে করা হয় সদস্য সচিব। দীর্ঘদিন বিএনপির প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন নগর বিএনপির নেতৃত্বে থাকলেও তাদের অনুসারীদের পুরোপুরি বাদ দেওয়া হয়। আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব করা হয় সিনিয়র নেতাদের বিপরীত মেরুর লোকদের। নতুন এই আহ্বায়ক কমিটি ঘোষণার এক দিন পরই শহরের ৩৭টি ওয়ার্ড ও সাতটি থানা কমিটি ভেঙে দেওয়া হয়। ফলে শুরু হয় তৃণমূলের সঙ্গে মহানগর কমিটির দূরত্ব ও বিরোধ। এ কারণে সম্মেলনের দিকে আর অগ্রসর হতে পারেনি কমিটি। তিন মাসের আহ্বায়ক কমিটি হলেও এর এক বছর পর ২০২২ সালের ৫ মার্চ নতুন করে ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পায়।

বিএনপি নেতাকর্মীরা জানান, বিপরীত বলয়ের নেতৃত্ব দায়িত্ব পাওয়ার পর দীর্ঘদিন মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলনকে নতুন আহ্বায়ক কমিটির কোনো কর্মসূচিতে ঢাকা হতো না। কিংবা তারাও যেতেন না। সেই বিরোধ বা দূরত্ব এখনও মেটেনি।

নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলের কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন বলেন, ‘মহানগরে নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরদিন শহরের ৩৭টি ওয়ার্ড, সাতটি থানা কমিটি ভেঙে দেয়। এ কারণে তৃণমূল মুখ ফিরিয়ে নেয়। তৃণমূলের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে। ফলে এই কমিটি ৩৭টি ওয়ার্ড এবং সাতটি থানা ইউনিটের কোনোটিতে সম্মেলন করতে পারেনি। আবার আওয়ামী লীগের দুঃশাসনের সময় নেতাকর্মীরা রাস্তায় নামতে পারেননি। তবে গত ৫ আগস্টের পর নতুন মুখের হিড়িক পড়েছে। তাদের দিয়ে ঘরে বসে আহ্বায়ক কমিটি করা হচ্ছে। এতে কমিটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। যাচাই করে ত্যাগীদের সামনে রেখে প্রতিটি কমিটি সম্মেলনের মাধ্যমে দিতে হবে।’

এ বিষয়ে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, ‘প্রায় সব ওয়ার্ডে নতুন কমিটি হয়ে গেছে। এখন থানা কমিটি করার জন্য সম্মেলনের চেষ্টা করছি। থানার সম্মেলন শেষ করে মহানগর সম্মেলন দিয়ে দেব।’

জেলার তিন মাসের কমিটি এখন ছয় বছরে

২০১৯ সালের মে মাসে রাজশাহী জেলা বিএনপিতে আবু সাঈদ চাঁদকে আহ্বায়ক ও বিশ্বনাথ সরকারকে সদস্য সচিব করে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। এর পর থেকে আবু সাঈদ চাঁদের নামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে সারাদেশে শতাধিক মামলা করা হয়। মাসের পর মাস কারাগারে কাটান তিনি। সরকারের দমন-পীড়নের কারণে জেলার ৯টি উপজেলা ও ১৪টি পৌরসভার সম্মেলন করতে অনেকটাই পিছিয়ে যায় জেলা বিএনপি। ৯টি উপজেলার মধ্যে চারঘাট, গোদাগাড়ী ও মোহনপুর উপজেলা ছাড়া কোনোটির সম্মেলন করা যায়নি। এ ছাড়া পৌরসভার মধ্যে গোদাগাড়ী, কেশরহাট, কাঁকনহাট, নওহাটা, পুঠিয়া, তাহেরপুর, ভবানীগঞ্জ ছাড়া আর কোথাও সম্মেলন হয়নি।

জেলা বিএনপির এক শীর্ষ নেতা বলেন, আহ্বায়ক কমিটি ২৩টি ইউনিটের মধ্যে মাত্র ৮টিতে কমিটি দিতে পেরেছে। সব ইউনিটের সম্মেলন হয়ে গেলে তারা আর দলের নেতৃত্বে থাকতে পারবেন না বলে নতুন কমিটি দিচ্ছেন না।

জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু বলেন, দীর্ঘ ছয় বছর ধরে কোনোভাবেই আহ্বায়ক কমিটি থাকতে পারে না। দ্রুত সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের দাবি করছি।

জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, জেলার ৫-৬টি ইউনিট বাদে সবক’টির সম্মেলন হয়েছে। বাকিগুলোর সম্মেলন শিগগির হবে। দিন-তারিখ এখন জানাতে না পারলেও আশা করছি খুব দ্রুত জেলার সম্মেলন দিতে পারব।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ নগর ব এনপ র র জন য কম ট র ইউন ট সদস য

এছাড়াও পড়ুন:

নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ‌্যাম্পিয়ন

অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত‌্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই। 

ব‌্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ‌্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ‌্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।

আরো পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ  উদ্‌যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ‌্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল। 

বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম‌্যাচে আগে ব‌্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।

ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’। 

বিস্তারিত আসছে …

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ