পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরবের মক্কায় উড়ে গেলেন ঢাকাই সিনেমার নায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

গত রোববার ফেসবুকে ভেরিফাইড ফেসবুকে ওমরা পালনের চারটি ছবি পোস্ট করেন বর্ষা। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, “আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসব।”

গত ৬ মার্চ ওমরা পালনের উদ্দেশে পবিত্র নগরী মক্কায় গিয়েছেন বর্ষা। ওমরা পালন শেষে আগামী ১৩ মার্চ ঢাকায় ফিরবেন বলে জানান এই নায়িকা।

সর্বশেষ ২০২৩ সালে ‘কিল হিম’ সিনেমায় দেখা যায় বর্ষাকে। অ্যাকশন ঘরানার সিনেমাটিতে অনন্ত জলিলের সঙ্গে পর্দা ভাগ করে নেন বর্ষা। এটি পরিচালনা করেন মোহাম্মদ ইকবাল। অনন্ত-বর্ষা জুটির ‘নেত্রী দ্য লিডার’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ ত রন য় ক বর ষ

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ