যুক্তরাজ্য ও ইউরোপ সফরের বাকি শো বাতিল করছেন মার্কিন গায়ক ডেভিড কুশনার। মানসিক স্বাস্থ্যগত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর বিবিসির।
সোমবার সন্ধ্যায় ম্যানচেস্টারের শো বাতিল করেছেন ২৪ বছর বয়সী এই গায়ক। লিথুয়ানিয়া ও বেলজিয়াম সফরের আগে যুক্তরাজ্যের বার্মিংহাম, ব্রিস্টল, লন্ডন এবং ডাবলিনে শো করার কথা ছিল কুশনারের।
এক ইনস্টাগ্রাম পোস্টে কুশনার লিখেছেন, ‘আমি শো চালিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু এখন আমাকে পিছিয়ে আসতে হচ্ছে। আপাতত সুস্থ হওয়ার দিকে মন দিতে হবে।’
গত শুক্রবার রাতে নিউক্যাসলের কনসার্টে কান্নায় ভেঙে পড়েন ডেভিড কুশনার, অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার ঘোষণা দিয়ে ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি উদ্বেগ মোকাবিলা করছি। আমি মানসিকভাবে ঠিক নেই।’
মানসিক স্বাস্থ্য ও সংগ্রাম নিয়ে মুখ খোলার জন্য ডেভিড কুশনারের প্রশংসা করেছে এ বিষয়ে কাজ করা দাতব্য সংস্থা অ্যাংজাইটি ইউকে। নিউজবিটকে তারা জানিয়েছে, গায়ক তাঁর সংগ্রাম সম্পর্কে মুখ খুলে যে সাহসিকতা দেখিয়েছেন, যা সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।
প্রতিষ্ঠানটির মুখপাত্র ডেভিড স্মিথসন বলেন, ‘এটা নিজেকে কতটা দুর্বল করে দিতে পারে, ভুক্তভোগী হিসেবে তিনি অন্যদের তা সহজেই বোঝাতে সহায়তা করতে পারবেন।’
সবার উদ্দেশে প্রতিষ্ঠানটির পরামর্শ, উদ্বেগের লক্ষণ দেখা দিলে, আপনি একজন থেরাপিস্ট বা কাউন্সেলরের সঙ্গে কথা বলুন, শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন এবং নিয়মিত ব্যায়াম করুন।
আরও পড়ুনহাসপাতাল থেকে ফিরেই মঞ্চে ঝড় তুললেন শাকিরা২৭ ফেব্রুয়ারি ২০২৫ডেভিড কুশনার ২০২২ সালে টিকটকে ‘মিজারেবল ম্যান’ গানটির মাধ্যমে খ্যাতি অর্জন করেন। স্পটিফাইতে এই সংগীতশিল্পীর মাসিক শ্রোতা প্রায় ১ কোটি ৬০ লাখ। ২০২৩ সালে তাঁর অন্যতম হিট ‘ডেলাইট’ প্রকাশ পায়, বর্তমানে স্পটিফাইতে ১.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মে দিবসের ঢাকার শ্রমিক সমাবেশ ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশকে সফল করতে ১১নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু'র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।