দুই লেগ মিলিয়ে পিএসভি আইন্দহোফেনকে ৯-৩ গোলের বড় ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। বুধবার (১২ মার্চ, ২০২৫) দিবাগত রাতে শেষ ষোলো’র ফিরতি লেগের ম্যাচে পিএসভির সঙ্গে ২-২ গোলে ড্র করে গার্নার্সরা।

গত সপ্তাহে প্রথম লেগে আর্সেনালের ৭-১ গোলের জয়ের পর এই ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা ছিল। তারপরও ম্যাচের পাঁচ মিনিটের মাথায় ওলেক্সান্দ্র জিনচেঙ্কো দুর্দান্ত এক শটে গোল করে যখন দলকে এগিয়ে নেন, তখন পিএসভি আরেকটি বড় হারের শঙ্কা জেগেছিল।  

তবে ১৮ মিনিটে ইভান পেরিসিচ চমৎকার ফিনিশিংয়ে গোল করে পিএসভিকে সমতায় ফেরান। প্রথমার্ধের বিরতির আগে রহিম স্টার্লিংয়ের নিখুঁত ক্রস থেকে ডেক্লান রাইস হেডে গোল করে আর্সেনালকে আবারও এগিয়ে দেন।

আরো পড়ুন:

৪২ বছর পর কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলা

রুদ্ধশ্বাস লড়াই জিতে কোয়ার্টার ফাইনালে রিয়াল

তবে দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলে পিএসভি। তার স্বীকৃতি হিসেবে ৭০তম মিনিটে কৌহাইব দ্রিউয়েচের চিপ শটে গোল করে দলকে আবার সমতায় ফেরান। তাতে আর্সেনালের মাঠে হার এড়িয়ে সম্মান রক্ষা হয় নেদারল্যান্ডসের ক্লাবটির।

তবে দুই লেগ মিলিয়ে ৯-৩ ব্যবধানের হার এড়াতে পারেনি। যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম বড় জয়। ২০০৮-০৯ মৌসুমে স্পোর্টিংয়ের বিপক্ষে বায়ার্ন মিউনিখ ১২-১ ব্যবধানে জিতেছিল। যা নকআউট পর্বে সর্বকালের সর্বোচ্চ ব্যবধানের জয়। আর্সেনাল তাদের অধিকাংশ খেলোয়াড়কে এই ম্যাচে বিশ্রাম না দিলে হয়তো সেই রেকর্ডও ভেঙে দিতে পারত।

আর্সেনাল অবশ্য এই ম্যাচে একটি সমস্যায়ও পড়েছে। দুর্দান্ত খেলা স্টার্লিং হলুদ কার্ড দেখেছেন। সে কারণে আগামী মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন না তিনি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ আর স ন ল ক য় র ট র ফ ইন ল আর স ন ল ব যবধ ন গ ল কর প এসভ

এছাড়াও পড়ুন:

বেইজিংয়ে ড. ইউনূসকে রাজকীয় সংবর্ধনা

চারদিনের চীন সফরের দ্বিতীয় দিনে বোয়াও শহরে ব্যস্ততম দিন পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বেশ কয়েকটি প্রোগ্রাম অংশ নিয়ে চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বেইজিং এসে পৌঁছেছেন।

এ সময় প্রধান উপদেষ্টাকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা অভ্যর্থনা জানান চীনের উপমন্ত্রী সান ওয়েইডং।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে বেইজিংয়ে পৌঁছেছেন। সেখানে প্রধান উপদেষ্টাকে রাজকীয় লাল গালিচা সংবর্ধনা দিয়েছে চীন। চীনের উপমন্ত্রী সান ওয়েইডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন।

এদিকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। এরপর বেলা পৌনে ১২টার দিকে প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশগ্রহণ করবেন।

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব- এই তিনটি বিষয়ের ওপর তিনটি গোলটেবিল আলোচনায়ও যোগ দেবেন।

বৈঠককালে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সম্পর্কিত নিবন্ধ