দুই লেগ মিলিয়ে পিএসভি আইন্দহোফেনকে ৯-৩ গোলের বড় ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। বুধবার (১২ মার্চ, ২০২৫) দিবাগত রাতে শেষ ষোলো’র ফিরতি লেগের ম্যাচে পিএসভির সঙ্গে ২-২ গোলে ড্র করে গার্নার্সরা।

গত সপ্তাহে প্রথম লেগে আর্সেনালের ৭-১ গোলের জয়ের পর এই ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা ছিল। তারপরও ম্যাচের পাঁচ মিনিটের মাথায় ওলেক্সান্দ্র জিনচেঙ্কো দুর্দান্ত এক শটে গোল করে যখন দলকে এগিয়ে নেন, তখন পিএসভি আরেকটি বড় হারের শঙ্কা জেগেছিল।  

তবে ১৮ মিনিটে ইভান পেরিসিচ চমৎকার ফিনিশিংয়ে গোল করে পিএসভিকে সমতায় ফেরান। প্রথমার্ধের বিরতির আগে রহিম স্টার্লিংয়ের নিখুঁত ক্রস থেকে ডেক্লান রাইস হেডে গোল করে আর্সেনালকে আবারও এগিয়ে দেন।

আরো পড়ুন:

৪২ বছর পর কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলা

রুদ্ধশ্বাস লড়াই জিতে কোয়ার্টার ফাইনালে রিয়াল

তবে দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলে পিএসভি। তার স্বীকৃতি হিসেবে ৭০তম মিনিটে কৌহাইব দ্রিউয়েচের চিপ শটে গোল করে দলকে আবার সমতায় ফেরান। তাতে আর্সেনালের মাঠে হার এড়িয়ে সম্মান রক্ষা হয় নেদারল্যান্ডসের ক্লাবটির।

তবে দুই লেগ মিলিয়ে ৯-৩ ব্যবধানের হার এড়াতে পারেনি। যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম বড় জয়। ২০০৮-০৯ মৌসুমে স্পোর্টিংয়ের বিপক্ষে বায়ার্ন মিউনিখ ১২-১ ব্যবধানে জিতেছিল। যা নকআউট পর্বে সর্বকালের সর্বোচ্চ ব্যবধানের জয়। আর্সেনাল তাদের অধিকাংশ খেলোয়াড়কে এই ম্যাচে বিশ্রাম না দিলে হয়তো সেই রেকর্ডও ভেঙে দিতে পারত।

আর্সেনাল অবশ্য এই ম্যাচে একটি সমস্যায়ও পড়েছে। দুর্দান্ত খেলা স্টার্লিং হলুদ কার্ড দেখেছেন। সে কারণে আগামী মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন না তিনি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ আর স ন ল ক য় র ট র ফ ইন ল আর স ন ল ব যবধ ন গ ল কর প এসভ

এছাড়াও পড়ুন:

এবার মাজায় গামছা বেঁধে নেমেছি: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, “আমি কোরআনে ২৫ জন নবীর দোয়া পড়েছি। তারা প্রত্যেকেই রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন। এবার মাজায় গামছা বেঁধে নেমেছি কার্যকর করব ইনশাল্লাহ। যদি দেশের ৩০০ এমপির মধ্যে ১৫১ জন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারি, তাহলে এতদিন যা বলেছি, তা সংসদে বাস্তবায়ন করব।”

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাবিতে দোয়া

বেরোবিতে শিক্ষার্থীকে ছাত্রদল নেত্রীর মামলার হুমকি

আমির হামজা আরো বলেন, “আমরা জানিই না ভোট কেমন করে দিতে হয়। আমরা কুষ্টিয়ার দায়িত্ব এমনিতেই নিতে চাইনি। এখন অনেকেই ফতোয়াবাজি করছে। প্রতিদিনই ফোন আসেছে, আপনি লাইন মতো না থেকে বেলাইনে গেলেন কেন? আপনার লাইন ছিল কোরআন প্রচার করা, হঠাৎ এই রক্ত-পিচ্ছিল পথে এলেন কেন।”

সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম অভিযোগ করে বলেন, “নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি দল গত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের পরই দ্রুত নির্বাচনের দাবি তুলেছিল। অথচ এখন বলছে নির্বাচন পিছিয়ে গেলে তাদের কোনো সমস্যা নেই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা জরিপ করেছে।”

কর্মী ও সুধী সমাবেশে শহর জামায়াতের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মহসিন আলী, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজাউদ্দিন জোয়ারদার প্রমুখ।

কুষ্টিয়া/কাঞ্চন/এসবি

সম্পর্কিত নিবন্ধ