দুই লেগ মিলিয়ে পিএসভি আইন্দহোফেনকে ৯-৩ গোলের বড় ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। বুধবার (১২ মার্চ, ২০২৫) দিবাগত রাতে শেষ ষোলো’র ফিরতি লেগের ম্যাচে পিএসভির সঙ্গে ২-২ গোলে ড্র করে গার্নার্সরা।

গত সপ্তাহে প্রথম লেগে আর্সেনালের ৭-১ গোলের জয়ের পর এই ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা ছিল। তারপরও ম্যাচের পাঁচ মিনিটের মাথায় ওলেক্সান্দ্র জিনচেঙ্কো দুর্দান্ত এক শটে গোল করে যখন দলকে এগিয়ে নেন, তখন পিএসভি আরেকটি বড় হারের শঙ্কা জেগেছিল।  

তবে ১৮ মিনিটে ইভান পেরিসিচ চমৎকার ফিনিশিংয়ে গোল করে পিএসভিকে সমতায় ফেরান। প্রথমার্ধের বিরতির আগে রহিম স্টার্লিংয়ের নিখুঁত ক্রস থেকে ডেক্লান রাইস হেডে গোল করে আর্সেনালকে আবারও এগিয়ে দেন।

আরো পড়ুন:

৪২ বছর পর কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলা

রুদ্ধশ্বাস লড়াই জিতে কোয়ার্টার ফাইনালে রিয়াল

তবে দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলে পিএসভি। তার স্বীকৃতি হিসেবে ৭০তম মিনিটে কৌহাইব দ্রিউয়েচের চিপ শটে গোল করে দলকে আবার সমতায় ফেরান। তাতে আর্সেনালের মাঠে হার এড়িয়ে সম্মান রক্ষা হয় নেদারল্যান্ডসের ক্লাবটির।

তবে দুই লেগ মিলিয়ে ৯-৩ ব্যবধানের হার এড়াতে পারেনি। যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম বড় জয়। ২০০৮-০৯ মৌসুমে স্পোর্টিংয়ের বিপক্ষে বায়ার্ন মিউনিখ ১২-১ ব্যবধানে জিতেছিল। যা নকআউট পর্বে সর্বকালের সর্বোচ্চ ব্যবধানের জয়। আর্সেনাল তাদের অধিকাংশ খেলোয়াড়কে এই ম্যাচে বিশ্রাম না দিলে হয়তো সেই রেকর্ডও ভেঙে দিতে পারত।

আর্সেনাল অবশ্য এই ম্যাচে একটি সমস্যায়ও পড়েছে। দুর্দান্ত খেলা স্টার্লিং হলুদ কার্ড দেখেছেন। সে কারণে আগামী মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন না তিনি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ আর স ন ল ক য় র ট র ফ ইন ল আর স ন ল ব যবধ ন গ ল কর প এসভ

এছাড়াও পড়ুন:

রাজধানীর সায়েদাবাদ-যাত্রাবাড়ী এলাকায় গণপরিবহন কম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনের মাধ্যমে বৃহস্পতিবার ‘লকডাউন’ কর্মসূচি ডেকেছে। এদিন সকাল থেকে রাজধানীর প্রবেশ পথ যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তায় মধ্যে রেখেছে। তবে সড়কে যানবাহন চলাচল কিছু কম। গণপরিবহন কিছুটা কম থাকায় কর্মব্যস্ত মানুষেরা দুর্ভোগ পড়েছে। যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি লকডাউনের বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে। মোড়ে মোড়ে বিএনপি নেতাকর্মীরা পাহাড়া দিচ্ছে, যাতে করে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে। মাঝে মধ্যে ছোট ছোট মিছিল ও স্লোগানের মাধ্যমে নেতাকর্মীরা উজ্জিবিত থাকতে দেখা গেছে। রাস্তায় অন্যান্য দিনের মতো মানুষের ভিড় নেই। কোথাও কোনো যানজটও নেই। যেসব গণপরিবহন সড়কে চলছে সেগুলোতে অফিস সময়ে ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ ছিল কম।

আরো পড়ুন:

ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আহত ১

সায়েদাবাদা এলাকায় পরিবহন শ্রমিক সোহেল মিয়ার সঙ্গে আলাপকালে তিনি জানান। সবার মধ্যে একটু আতঙ্ক। এ কারণে সমিতির নির্দেশ থাকলে অনেক মালিক গাড়ি বের করতে দেয়নি। কারণ একটি গাড়ির ক্ষতি হলেও তো আর সমিতি ক্ষতিপূরণ দেবে না।

লাব্বাইক পরিবহনের চালক আবু তাহের বলেন, “সকাল থেকে যাত্রীর চাপ বেশি ছিল। কারণ অফিসগামী যাত্রী ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ কমেছে। বিকালে অফিস ছুটি হলে হয়ত কিছু যাত্রী পাওয়া যাবে।”

ঢাকা/নাজমুল/এসবি

সম্পর্কিত নিবন্ধ