৯ গোল করে কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
Published: 13th, March 2025 GMT
দুই লেগ মিলিয়ে পিএসভি আইন্দহোফেনকে ৯-৩ গোলের বড় ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। বুধবার (১২ মার্চ, ২০২৫) দিবাগত রাতে শেষ ষোলো’র ফিরতি লেগের ম্যাচে পিএসভির সঙ্গে ২-২ গোলে ড্র করে গার্নার্সরা।
গত সপ্তাহে প্রথম লেগে আর্সেনালের ৭-১ গোলের জয়ের পর এই ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা ছিল। তারপরও ম্যাচের পাঁচ মিনিটের মাথায় ওলেক্সান্দ্র জিনচেঙ্কো দুর্দান্ত এক শটে গোল করে যখন দলকে এগিয়ে নেন, তখন পিএসভি আরেকটি বড় হারের শঙ্কা জেগেছিল।
তবে ১৮ মিনিটে ইভান পেরিসিচ চমৎকার ফিনিশিংয়ে গোল করে পিএসভিকে সমতায় ফেরান। প্রথমার্ধের বিরতির আগে রহিম স্টার্লিংয়ের নিখুঁত ক্রস থেকে ডেক্লান রাইস হেডে গোল করে আর্সেনালকে আবারও এগিয়ে দেন।
আরো পড়ুন:
৪২ বছর পর কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলা
রুদ্ধশ্বাস লড়াই জিতে কোয়ার্টার ফাইনালে রিয়াল
তবে দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলে পিএসভি। তার স্বীকৃতি হিসেবে ৭০তম মিনিটে কৌহাইব দ্রিউয়েচের চিপ শটে গোল করে দলকে আবার সমতায় ফেরান। তাতে আর্সেনালের মাঠে হার এড়িয়ে সম্মান রক্ষা হয় নেদারল্যান্ডসের ক্লাবটির।
তবে দুই লেগ মিলিয়ে ৯-৩ ব্যবধানের হার এড়াতে পারেনি। যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম বড় জয়। ২০০৮-০৯ মৌসুমে স্পোর্টিংয়ের বিপক্ষে বায়ার্ন মিউনিখ ১২-১ ব্যবধানে জিতেছিল। যা নকআউট পর্বে সর্বকালের সর্বোচ্চ ব্যবধানের জয়। আর্সেনাল তাদের অধিকাংশ খেলোয়াড়কে এই ম্যাচে বিশ্রাম না দিলে হয়তো সেই রেকর্ডও ভেঙে দিতে পারত।
আর্সেনাল অবশ্য এই ম্যাচে একটি সমস্যায়ও পড়েছে। দুর্দান্ত খেলা স্টার্লিং হলুদ কার্ড দেখেছেন। সে কারণে আগামী মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন না তিনি।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ আর স ন ল ক য় র ট র ফ ইন ল আর স ন ল ব যবধ ন গ ল কর প এসভ
এছাড়াও পড়ুন:
ইডিএস মাস্টার্স ফেলোশিপ পেলেন ঢাবি শিক্ষার্থী
শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী মর্যাদাপূর্ণ ‘আইইইই ইলেকট্রন ডিভাইস সোসাইটি (ইডিএস) মাস্টার্স ফেলোশিপ ২০২৫’ পেয়েছেন।
তিনি হলেন, ঢাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আফসানা আনজুম আঁখি। বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রথম নারী শিক্ষার্থী হিসেবে এই বৈশ্বিক সম্মান অর্জনের মাধ্যমে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন।
আরো পড়ুন:
সামাজিক দায়বদ্ধতা থেকে মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসতে হবে: জবি উপাচার্য
তদন্ত প্রতিবেদন: ডুবে যাওয়ার ২০ মিনিট পর উদ্ধার হন সায়মা
ইলেকট্রন ডিভাইস ক্ষেত্রের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত ও স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রতি বছর এ ফেলোশিপ প্রদান করা হয়। অসাধারণ গবেষণা দক্ষতা, গবেষণা প্রকল্পে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকৌশল শিক্ষায় উৎকর্ষ সাধনে অনন্য সাফল্যের জন্য বিশ্বের মেধাবী শিক্ষার্থীরা এ লাভ করে থাকেন।
এ বছর বিশ্বব্যাপী মাত্র দুইজন মাস্টার্সের শিক্ষার্থী এই ফেলোশিপ পেয়েছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আফসানা আনজুম আঁখি অন্যতম। অন্যজন হলেন যুক্তরাষ্ট্রের ইউভার্সিটি অবব টেক্সাসের বিবেক তালাভাঝুলা।
আফসানা আনজুম আঁখি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেনের তত্ত্বাবধানে গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। তার গবেষণার অন্যতম বিষয় ছিল ন্যানোস্কেলে আল্ট্রা লো পাওয়ার এবং স্টেপ-সুইচিং-III-V ডিভাইসের বৈদ্যুতিক আচরণকে টিকাড সিমুলেশনের মাধ্যমে অনুধাবন করা। পাশাপাশি আফসানা নতুন দ্বিমাত্রিক হেটারোস্ট্রাকচার ফেট সেন্সরের জন্য নিউমেরিক মডেল উন্নয়নে কাজ করছেন।
এই অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ আফসানাকে অভিনন্দন জানিয়েছে।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জানান, এই অসাধারণ সাফল্য বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বৈশ্বিক সেমিকন্ডাক্টর গবেষণা অঙ্গনে দেশের ক্রমবর্ধমান উপস্থিতি ও সম্ভাবনাকে তুলে ধরে। তার এই অর্জন বিভাগ ও অনুষদকে গর্বিত করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করেছে। এর মাধ্যমে বাংলাদেশের নারী শিক্ষার্থী ও তরুণ গবেষকগণ এসটিইএম ক্ষেত্রে উন্নত বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনে অনুপ্রাণিত হবেন, যা ভবিষ্যতের সেমিকন্ডাক্টর প্রযুক্তির রূপ নির্মাণে সহায়ক হবে।
ঢাকা/সৌরভ/মেহেদী