ফ্রেজার-ম্যাগার্ক ও নটরাজনে আস্থা রেখে চমকের অপেক্ষায় অক্ষরের দিল্লি
Published: 20th, March 2025 GMT
আরও একটি আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ, আরও একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উন্মাদনায় মাতবে ক্রিকেট-বিশ্ব। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা...
দিল্লি ক্যাপিটালস
অধিনায়ক: অক্ষর প্যাটেল
কোচ: হেমাং বাদানি
স্কোয়াড: ২৩ জন
ভারতীয়: ১৬ জন
বিদেশি: ৭ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোরেল
নিলামে কেনা: লোকেশ রাহুল, মিচেল স্টার্ক, টি নটরাজন, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, মুকেশ কুমার, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফাফ ডু প্লেসি, সমির রিজভি, ডোনাভান ফেরেইরা, দুষ্মন্ত চামিরা, বিপ্রজ নিগম, মনবন্ত কুমার, দর্শন নালকান্দে, এ জে মণ্ডল, ত্রিপূর্ণ বিজয়, মাধব তিওয়ারি
● দলটির ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী; বিশেষ করে টপ অর্ডারে। ওপেনিংয়ে জেইক ফ্রেজার-ম্যাগার্কের সঙ্গে দেখা যেতে পারে ফাফ ডু প্লেসিকে। সে ক্ষেত্রে তিন নম্বরে খেলবেন লোকেশ রাহুল।
● দিল্লির হয়ে গত দুই মৌসুমে ১৫২ স্ট্রাইক রেটে ব্যাটিং করা অভিষেক পোরেল খেলবেন মিডল অর্ডারে। ফিনিশারের দায়িত্ব থাকবে ট্রিস্টান স্টাবস ও আশুতোষ শর্মার ওপর। আর পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে ওঠা অক্ষর প্যাটেল তো আছেনই! তাই হ্যারি ব্রুকের নাম প্রত্যাহারও খুব বেশি প্রভাব ফেলবে না।
থাঙ্গারাসু নটরাজন ডেথ ওভারে দিল্লির ভরসা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সমকালের নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমকালের লোগো ব্যবহার করে পেজ খুলে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হচ্ছে। ‘সমকাল পত্রিকা সাংবাদিক নিয়োগ ডিপার্টমেন্ট’ নামের ভুয়া ওই পেজে ‘সারাদেশে সমকাল পত্রিকায় সাংবাদিক প্রয়োজন’ এমন ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করে প্রতারণা ও জালিয়াতি করা হচ্ছে।
এছাড়াও ওই পেইজে সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজের কনটেন্ট নিয়মিত শেয়ার করাসহ সমকাল কার্যালয়ের ঠিকানা ও পোর্টালের ঠিকানা ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
২৯ জুন খোলা ওই পেজে ৪ জুলাই দুপুর ২টা ৪৯ মিনিটে দেওয়া পোস্টে নিয়োগের প্রতারণামূলক ওই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। সেখানে সমকালের আইডি কার্ড, ফিতা, নিয়োগপত্র, মাইক্রোফোন, বাইক স্টিকারসহ বিভিন্ন উপকরণ দেওয়ার কথা বলে বেশ কয়েকটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অর্থ আদায় করছে চক্রটি, যার সঙ্গে সমকালের কোনোপ্রকার সংশ্লিষ্টতা নেই।
সমকালে সাংবাদিক নিয়োগে কখনই কোনোপ্রকার অর্থ নেওয়া হয় না। একইসঙ্গে সমকালে নিয়োগসংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তি সবসময় পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়।
পেজটির প্রতারণামূলক ওই বিজ্ঞাপনের ফাঁদে কাউকে পা না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।