বিশ্বকাপ নিশ্চিত হলো ৩২ দেশের, রইল বাকি ১৬
Published: 17th, November 2025 GMT
গতকাল রাতে ৩২তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নরওয়ে। ইতালিকে ৪–১ গোলের হারানোর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর বিশ্বকাপে ফিরল তারা। ১৯৯৮ সালে নরওয়ে সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল, সেবারই প্রথম ৩২ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। আর এবার ফরম্যাট বদলে দল যখন ৪৮ হলো, সেই নতুন ফরম্যাটেও জায়গা করে নিল ‘নিশীথ সূর্যের দেশ’খ্যাত নরওয়ে।
আর্লিং হলান্ডদের বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর এখনো ১৬টি দলের সুযোগ আছে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার, সেই দলগুলোর নাম আগামী কয়েক দিনের মধ্যেই জানা যাবে। যেখানে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার পাশাপাশি প্লে–অফ থেকেও জায়গা করে নেবে কয়েকটি দেশ। চূড়ান্তভাবে ৪৮টি দল নিয়ে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
বিশ্বকাপ বাছাইয়ে আয়োজক হিসেবে বাছাইপর্ব না খেলেই চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে তিন স্বাগতিক কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। বাছাইপর্বের মধ্যে দল নিশ্চিত হয়েছে এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের। বাকি আছে ইউরোপ, কনক্যাকাফ ও প্লে–অফ থেকে দল চূড়ান্তের।
আরও পড়ুনটানা তৃতীয় বিশ্বকাপ না খেলার শঙ্কায় ইতালি, ২৮ বছর পর ফিরল হলান্ডের নরওয়ে ৩ ঘণ্টা আগেদক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বজুড়ে চাপে থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পেয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও। এই অঞ্চল থেকে অন্য দেশগুলো হলো উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে ও কলম্বিয়া। প্লে–অফ জিতে বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ আছে বলিভিয়ারও।
ইউরোপ থেকে সব মিলিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে ১৬টি দল। তবে এখন পর্যন্ত মাত্র পাঁচটি দেশ বিশ্বকাপ নিশ্চিত করতে পেরেছে। সবার আগে এই অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট কেটেছে ইংল্যান্ড। এরপর এই তালিকায় নাম লিখিয়েছে পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও নরওয়ে।
বিশ্বকাপের টিকিট পাওয়ার দ্বারপ্রান্তে আছে স্পেন, বেলজিয়াম, জার্মানিসহ বেশ কয়েকটি শীর্ষ দল। এই অঞ্চল থেকে এখনো ৯টি দলের সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে। ইতালিসহ কয়েকটি দলকে বিশ্বকাপ খেলতে পেরোতে হবে প্লে–অফের বাধা।
আরও পড়ুন৯-১ গোলে জিতে নবমবারের মতো বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল১৪ ঘণ্টা আগেআফ্রিকা থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে ৯টি দল। এরই মধ্যে সেই ৯ দলের নাম চূড়ান্ত হয়েছে। যেখানে আছে আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া ও সেনেগাল। এ ছাড়া ইন্টারকন্টিনেন্টাল প্লে–অফ জিতে কনফেডারেশন প্লে–অফের টিকিট পেয়েছে কঙ্গো।
এশিয়ার ৮টি দেশও এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এই তালিকায় আছে সৌদি আরব, কাতার, দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, জর্ডান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান। আর প্লে–অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে একটি দেশের। যেখানে কনফেডারেশন প্লে–অফের টিকিট পেতে লড়ছে সংযুক্ত আর আমিরাত ও ইরাক। এ ছাড়া ওশেনিয়া থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড।
এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে যে ৩২ দল
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প র ট ক ট প
এছাড়াও পড়ুন:
টানা তৃতীয়বার বিশ্বকাপ না খেলার শঙ্কায় ইতালি, ২৮ বছর পর নরওয়েকে বিশ্বকাপে ফেরালেন হলান্ড
সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে নরওয়ের বিপক্ষে গতকাল রোববার রাতে ইতালিকে জিততে হতো বড় ব্যবধানে। কিন্তু বড় ব্যবধানে দূরে থাক, উল্টো নরওয়ের বিপক্ষে পাত্তাই পায়নি ইতালি। ঘরের মাঠে উড়ে গেছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে।
এই হারের পর ইতালির এখন আর সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নেই। প্লে-অফের পরীক্ষায় পাস করতে হবে। অন্য দিকে বাছাইপর্বে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরল নরওয়ে। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপ খেলেছিল দেশটি। এবার আর্লিং হলান্ড-আলেক্সান্দার সরলথদের হাত ধরে বিশ্বকাপে ফেরার স্বপ্ন পূরণ করল দেশটি।
সান সিরোতে গতকাল গোলের শুরুটা অবশ্য ইতালিই করেছিল। ফ্রান্সিসকো পিও এসপোসিতোর গোলে ১১ মিনিটে এগিয়ে যায় তারা। এরপর ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পারে ‘আজ্জুরি’রা। কিন্তু ৬৩ মিনিট থেকে দেখা মেলে অন্য এক নরওয়ের। প্রথমে গোল করে নরওয়েকে সমতায় ফেরান আন্তোনিও নুসা। এরপর এক মিনিটের ব্যবধানে দুই গোল করেন হলান্ড। আর যোগ করা সময়ে ইতালির জালে চতুর্থবার বল জড়ান স্ট্রান্ড লারসেন।
আরও পড়ুনহলান্ড এখন মেসি–রোনালদোর পর্যায়ে০৩ নভেম্বর ২০২৫এই ম্যাচ দিয়ে শেষ হয়েছে গ্রুপ ‘আই’-এর বিশ্বকাপ বাছাইয়ের লড়াই। যেখানে ৮ ম্যাচের সব কটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল নরওয়ে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইতালি আছে দুইয়ে।
এর ফলে ২০১৮ ও ২০২২–এর পর এখন ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কায় পড়ল ইতালি। চারবারের বিশ্বকাপজয়ীদের প্লে-অফ অভিজ্ঞতাও কিন্তু সুখকর নয়। ২০১৮ বিশ্বকাপে ওঠার লড়াইয়ে প্লে-অফে তারা সুইডেনের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে হেরেছিল। চার বছর পর ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্নও ভেঙে যায় প্লে-অফে উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ গোলের হারে।
হলান্ডদের উদ্যাপন