রাঙামাটি সদর উপজেলার জীবতলী এলাকায় আসামবস্তি-কাপ্তাই সড়কে বন্য হাতির আক্রমণে অটোরিকশার মধ্যে থাকা দুই নারী নিহত হয়েছেন। গাড়িতে থাকা অপর দুই যাত্রী পালিয়ে বেঁচে গেলেও অটোরিকশা চালক ত্রিজয় চাকমা আহত হয়েছেন। 

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগরবাগান এলাকায় হাতির আক্রমণে নিহত হন ঝর্ণা চাকমা (৬৫) ও সবিতা চাকমা (৭৫)। 

ঝর্না চাকমার বাড়ি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় এবং সবিতা চাকমার বাড়ি সদর উপজেলার মগবান ইউনিয়নের বরাদম গ্রামে।

পুলিশ জানিয়েছে, পাঁচজন যাত্রী নিয়ে রাঙামাটি শহর থেকে জীবতলী চেয়ারম্যান পাড়ায় যাচ্ছিল অটোরিকশাটি। জীবতলীর আগরবাগান এলাকায় পৌঁছালে বন থেকে হঠাৎ বেরিয়ে আসা একটি হাতি অটোরিকশার ওপর হামলা চালায়। এতে ঝর্ণা চাকমা ও সবিতা চাকমা গুরুতর আহত হন। তাদেরকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঝর্না চাকমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সবিতা চাকমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে রেফার করা হয়। চট্টগ্রামে যাওয়ার পথে সবিতা চাকমাও মারা যান। অটোরিকশার চালক ত্রিজয় চাকমাকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। হাতির আক্রমণে তার অটোরিকশা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জীবতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমা বলেছেন, হাতির আক্রমণে একজন ঘটনাস্থলে এবং আরেকজন চট্টগ্রামে নেওয়ার পথে মারা গেছেন।

কোতোয়ালী থানার ইনচার্জ মো.

সাহেদ আলী হাতির আক্রমণে দুজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, এ ঘটনার ১০ মিনিট পর কাপ্তাই প্রজেক্ট এলাকায় আরেকটি অটোরিকশা হাতির আক্রমণের মুখে পড়ে। চালক দুলাল দৌড়ে প্রাণে রক্ষা পেলেও তার অটোরিকশাটি খাদে ফেলে দেয় হাতি। 

কাপ্তাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসেন জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বন বিভাগ ও ইআরটি সদস্যদের সহযোগিতায় গাড়িটি খাদ থেকে উদ্ধার করেছি।

ঢাকা/শংকর/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এল ক য় উপজ ল জ বতল

এছাড়াও পড়ুন:

রাঙামাটিতে রাস্তায় নেমে অটোরিকশায় হাতির আক্রমণ, দুই নারী নিহত

রাঙামাটি সদর উপজেলার জীবতলী এলাকায় রাস্তায় নেমে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর বন্য হাতির আক্রমণে দুই নারী নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় জীবতলী আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ঝর্ণা চাকমা (৭০) ও সবিতা চাকমা (৮০)।

পাঁচজন যাত্রী নিয়ে রাঙামাটি থেকে জীবতলী চেয়ারম্যানপাড়ার পথে যাচ্ছিল অটোরিকশাটি। জীবতলী আগরবাগান এলাকায় পৌঁছালে বন থেকে হঠাৎ বেরিয়ে আসা একটি হাতি অটোরিকশার ওপর হামলা চালায়। এতে ঝর্ণা চাকমা ও সবিতা চাকমা গুরুতর আহত হন। একই সময়ে আহত হন সিএনজি অটোরিকশাচালক ত্রিজয় চাকমা (২৩)। অন্য দুই যাত্রী লাফিয়ে প্রাণে বাঁচেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিত্সক এ কে এম মশিয়ত উল্লাহ বলেন, সন্ধ্যা সাতটার দিকে আহত দুই নারীকে হাসপাতালে আনা হয়। এ সময় ঝর্ণা চাকমাকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত সবিতা চাকমাকে চট্টগ্রামে পাঠানো হয়েছিল। আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জীবতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমা বলেন, হাতির আক্রমণে একজন রাঙামাটি জেনারেল হাসপাতালে এবং আরেকজন চট্টগ্রামে নেওয়ার পথে মারা গেছেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন বলেন, হাতির আক্রমণে একজন নিহতের তথ্য তাঁদের কাছে এসেছে। নিহত-আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করতে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিহত ঝর্ণা চাকমার মেয়ে মিনা চাকমা ও রুনু চাকমা জানান, তাঁদের মা রাঙামাটি থেকে চেয়ারম্যানপাড়া যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন। তাঁরা বলেন, ঝর্ণা চাকমার সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারও পাওয়া যায়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • রাঙামাটিতে রাস্তায় নেমে অটোরিকশায় হাতির আক্রমণ, দুই নারী নিহত