নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার, ১ রাউন্ড ৩০৩ বন্দুকের গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল)  বিকেলে আড়াইহাজারের কল্যাণদী ইউনিয়নের মাহমুদপুর থেকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

জানা যায়, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী এলাকায় খালের পাড়ে জঙ্গলের ভেতর পরিত্যাক্ত অবস্থায় দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা আড়াইহাজার থানা পুলিশকে অবগত করে। 

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার, ১ রাউন্ড ৩০৩ বন্দুকের গুলি উদ্ধার করে।  

গুলি ও অস্ত্রগুলো পুলিশের কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে কাজ করছে বলে জানান আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো.

এনায়েত হোসেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক ত অবস থ য় পর ত য

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ