আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার
Published: 2nd, April 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার, ১ রাউন্ড ৩০৩ বন্দুকের গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ এপ্রিল) বিকেলে আড়াইহাজারের কল্যাণদী ইউনিয়নের মাহমুদপুর থেকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
জানা যায়, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী এলাকায় খালের পাড়ে জঙ্গলের ভেতর পরিত্যাক্ত অবস্থায় দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা আড়াইহাজার থানা পুলিশকে অবগত করে।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার, ১ রাউন্ড ৩০৩ বন্দুকের গুলি উদ্ধার করে।
গুলি ও অস্ত্রগুলো পুলিশের কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে কাজ করছে বলে জানান আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক ত অবস থ য় পর ত য
এছাড়াও পড়ুন:
ধানমন্ডি ৩২ নম্বরে যান চলাচল স্বাভাবিক
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে অবস্থানরত বিক্ষোভকারীদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এরপরই এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে পৌনে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে, দুপুর ২টার বিক্ষোভকারীরা ৩২ নম্বরে অবস্থান নিলে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শেখ হাসিনার রায়কে ঘিরে এদিন সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে।
বিক্ষোভকারীরা দুপুরের দিকে দুটি এস্কাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যান। কিন্তু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার কারণে বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙতে পারেননি তারা।
ঢাকা/রায়হান/রাজীব