৪ ম্যাচে ৮ উইকেট, তবু কেন রিশাদকে বাদ দিল লাহোর কালান্দার্স
Published: 2nd, May 2025 GMT
শুরুটা স্বপ্নের মতো। নিজের খেলা প্রথম দুই ম্যাচে নেন ৩টি করে উইকেট। পরের ম্যাচে ২টি। একটা সময়ে ছিলেন পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারিও। লাহোর কালান্দার্সের হয়ে খেলা সেই রিশাদ হোসেন টানা তিনটি ম্যাচে একাদশে সুযোগই পাচ্ছেন না। কেন ৪ ম্যাচে ৮ উইকেট নেওয়া রিশাদ এখন একাদশের বাইরে?
প্রশ্নের উত্তর পেতে সবার আগে লাহোরের বিদেশি ক্রিকেটারদের ওপর নজর দেওয়া যেতে পারে। পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে খেলা দলটিতে তিনজন বিদেশি এবারের আসরে প্রতিটি ম্যাচেই খেলেছেন। মানে তাঁদের জায়গা নিয়ে প্রশ্ন নেই। লাহোরে চার নম্বর বিদেশি হিসেবেই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রিশাদ, ৪টি।নামিবিয়ার ডেভিড ভিসা খেলেছেন ১ ম্যাচ, ইংল্যান্ডের টম কারেন ৩টি।
আরও পড়ুনকোহলি-রোহিতদের বাংলাদেশ সফর আটকে যেতে পারে, বলছে ভারতীয় গণমাধ্যম৫ ঘণ্টা আগেভিসা ও কারেন দুজনই পেস বোলিং অলরাউন্ডার। আর রিশাদ স্পিন বোলিং অলরাউন্ডার। সাধারণ ধারণা হলো, যে উইকেটে স্পিনারদের জন্য বাড়তি কিছু থাকবে, সেখানে রিশাদের খেলার কথা। আর যেখানে পেসারদের দাপট, সেখানে খেলবেন কারেন, ভিসা।
লাহোর সর্বশেষ চারটি ম্যাচই খেলেছে লাহোরে। এই মাঠে প্রথম ম্যাচটিতে খেলেছিলেন রিশাদ। যে মাঠে ২ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি রিশাদ। এর পর থেকেই দল থেকে বাদ পড়েন এই লেগি।
লাহোর কালান্দার্সের অনুশীলনে রিশাদ হোসেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা
নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫
নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/আরিফুল/মাসুদ