বিয়ে না করার সিদ্ধান্তেই ভাঙল এই প্রেম
Published: 4th, May 2025 GMT
লরেন্স ক্যাসডানের আলোচিত সিনেমা ‘বডি হিট’ অনেকেরই দেখা। তবে বহুল চর্চিত এই সিনেমার ছায়া অবলম্বনে বলিউড যখন ‘জিসম’ তৈরি করে, হইচই পড়ে যায়। ২০০৩ সালে মুক্তি পাওয়া অমিত সাক্সেনার ইরোটিক থ্রিলারটি চমকে দেয় অনেক দর্শককে। ছবিতে আবেদনময়ী রূপে দেখা যায় বিপাশা বসুকে, পর্দায় জন আব্রাহামের সঙ্গে বিপাশার রসায়ন হয়ে ওঠে তুমুল চর্চার বিষয়। এ সিনেমার শুটিংয়েই রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন, পরের এক দশক ধরে হয়ে থাকেন বলিউডের আলোচিত তারকা যুগল। তবে তাঁদের বিয়ে নিয়ে যখন গুঞ্জন শোনা যাচ্ছে, তখনই ভেঙে যায় দুজনের সম্পর্ক।
ঠিক কী কারণে জন ও বিপাশার সম্পর্ক ভেঙে যায়, সে বিষয়ে নিশ্চিত করে জানা যায়নি। তবে এটা নিশ্চিত, কিছু একটা নিয়ে তাঁদের মধ্যে তিক্ততা তৈরি হয়েছিল। পরে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে সেই ইঙ্গিত পাওয়া যায়।
সিনেমার দৃশ্যে বিপাশা ও জন। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শার্শায় ১০ স্বর্ণের বারসহ যুবক আটক
যশোরের শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জনম টোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।
আরো পড়ুন:
খুলনায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
মাদারীপুরে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআইএস আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে শুভকে আটক করেন। এসময় তার পরনের জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। স্বর্ণের এই চালান পাচারের জন্য ভারত সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগন ব্যবস্থা প্রক্রিয়া চলমান।
ঢাকা/রিটন/মাসুদ