সামনে–পেছনে ১০৮ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনে
Published: 4th, May 2025 GMT
বাংলাদেশের বাজারে নতুন ফোন এনেছে অনার। ৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস পর্দার ‘অনার এক্স৮সি’ মডেলের ফোনটির পেছনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির ১০৮ ও ৫ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।
অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস ৯ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা ও ৮ গিগাবাইট র্যাম রয়েছে, যা আরও ৮ গিগাবাইট বাড়ানো যায়। ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি ৩৫ ওয়াটের সুপার চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা সম্ভব। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।
আইপি৬৪ প্রযুক্তিনির্ভর ফোনটি পানি এবং ধুলা প্রতিরোধক। ফলে ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ফোনটির দাম ধরা হয়েছে ৩৪ হাজার ৯৯৯ টাকা। সবুজ, সাদা ও কালো রঙে পাওয়া যাবে ফোনটি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।
ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”
জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।
ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”
ঢাকা/শাহেদ