শেওড়াপাড়ার বাসা থেকে দুই মরদেহ উদ্ধার
Published: 9th, May 2025 GMT
রাজধানীর মিরপুরে পশ্চিম শেওড়াপাড়া থেকে দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে পশ্চিম শেওড়াপাড়া তোরাব আলী মসজিদের পাশে ৬৪৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-১ ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৯৯৯-নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ওই দুই মরদেহ উদ্ধার করে এবং বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু করেছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের সুরতহাল এবং প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ চলছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টরের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহেদী বেনচেলাহ বাংলাদেশ পুলিশের মহাপরিচালক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেন।
আরো পড়ুন:
মুরাদনগরে পর্নোগ্রাফি মামলায় ৪ যুবক ৩ দিন রিমান্ডে
মমেকে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রীর মৃত্যু
তিনি জানান, সাক্ষাৎকালে ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা করেন।
আইজিপি ইউনেস্কো প্রতিনিধিকে ধন্যবাদ জানান। তিনি ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ পুলিশ এবং ইউনেস্কোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/মাকসুদ/সাইফ