তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই সমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল খান।

শনিবার (১০ মে) বিকেল ৫টায় মঞ্চে ওঠেন তামিম ইকবাল। এর আগে, বেলা ৩টায় শুরু হয় এই আয়োজন। তামিম মঞ্চে ওঠলে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী তাকে স্লোগানে স্বাগত জানান।

সমাবেশে যোগ দিয়ে তামিম বলেন, ‘‘আমি পলিটিক্যাল কেউ না। আমি একজন স্পোর্টসম্যান। তাই, স্পোর্টস নিয়েই কিছু কথা বলব।’’

তিনি বলেন, ‘‘এক সময় চট্টগ্রাম থেকে ৫-৬ জন জাতীয় দলে থাকত। কিন্তু, গত ১০-১৫ বছর সে রকম খেলোয়াড় উঠে আসেনি। আমরা কেন জাতীয় দলে যেতে পারিনি, দেখতে হবে।’’

ভবিষ্যতে ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবলসহ বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে চট্টগ্রাম থেকে আরো খেলোয়াড় পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তামিম।

ঢাকা/রেজাউল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তরুণদের উচিত সাংবাদিক পিপলুর আদর্শ অনুসরণ

সদ্যপ্রয়াত দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের বঙ্গজলে ন্যাশনাল ইনস্টিটিউট মিলনায়তনে সমকাল সুহৃদ সমাবেশ ও একুশে টেলিভিশন দর্শক ফোরামের যৌথ আয়োজনে এ সভা করা হয়।
বক্তারা বলেন, নবীউর রহমান পিপলু ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক। মৃত্যু পর্যন্ত সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে এ পেশায় নিয়োজিত ছিলেন। তরুণ প্রজন্মের সাংবাদিকদের তাঁর আদর্শ অনুসরণ করা উচিত। তাঁর মতো নিষ্ঠাবান সাংবাদিক তৈরি হলে দেশের সংবাদপত্র জগৎ আরও সমৃদ্ধ হবে।
এ সময় সাংবাদিক পিপলুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এর আগে মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গার্ড অব অনার দেওয়ার পর গাড়িখানা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
স্মরণসভায় সমকাল সুহৃদ সমাবেশ নাটোরের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সচিব বজলুর রশীদ, শিক্ষাবিদ সুবোধ কুমার মৈত্র অলক, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজী আহমেদ রফিক বাবন, সহসভাপতি শহীদুল হক সরকার, ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, সাংবাদিক হালিম খান, জুলফিকার হায়দার জোসেফ, ইসাহক আলী প্রমুখ। 

সম্পর্কিত নিবন্ধ