শরীয়তপুরের নড়িয়া নওপাড়া ইউনিয়ন বিএনপির একটি দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীর উপস্থিতি নিয়ে সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে বিএনপি নেতাকর্মীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার বিকেলে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফয়জুল হাসান বাদল মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মনি দেওয়ান, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্বাস হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক বোরহান তফাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক তাপা তফাদার, সহসভাপতি মোস্তফা হাওলাদার, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য নজু ছৈয়াল, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল বাশার খালাসী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সিয়াম সিকদার, ক্রীড়াবিষয়ক সম্পাদক ছাত্তার চৌধুরী এবং ছাত্রলীগের সাবেক সদস্য মিন্টু ছৈয়াল।

এ সময় বিএনপির উপজেলা সভাপতি সামসুল আলম দাদন মুন্সী উপস্থিত ছিলেন। তাঁর পাশেই ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।

অনুষ্ঠানে উপস্থিত একাধিক বিএনপি নেতা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার খুনি ফ্যাসিবাদী পতিত আওয়ামী লীগ সরকারের একটি অঙ্গসংগঠনের প্রথম শ্রেণির নেতাদের নিয়ে বিএনপির উপজেলা সভাপতির বিএনপি কার্যালয় উদ্বোধনের বিষয়টি লজ্জাজনক। পরিতাপের বিষয় আওয়ামী লীগের পদধারী নেতারা স্টেজে অতিথিদের পাশে বসেছিলেন। পতিত হাসিনা সরকারের আমলে তারা বিএনপির নেতাকর্মীকে হয়রানি করেছেন। উপজেলা বিএনপির সভাপতি সামসুল আলম দাদন মুন্সী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে দলীয় সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী এ ঘটনায় দায়ী সব নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলা ও উপজেলার অনেক বিএনপি নেতা। তাদের মতে, বিষয়টি বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বেইমানির শামিল।

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, ৫ আগস্টের পর থেকে সভাপতির বিরুদ্ধে অনেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে থাকেন এবং শনিবারের ঘটনাও সত্য। সভাপতি শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী নিয়ে বিএনপির অফিস উদ্বোধন করেছেন, যা তাঁর নজরে পড়েছে। তিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে বিষয়টি জেলা বিএনপিকে জানিয়েছেন। তারা তদন্ত করে ব্যবস্থা নেবে।

উপজেলা বিএনপির সভাপতি সামসুল আলম দাদন মুন্সী বলেন, ‘আমি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে নিয়ে দলীয় কার্যালয় উদ্বোধন করিনি। যদি কেউ আসে, সেটি তারা দেখতে বা আমাদের কথা শুনতে আসতে পারে।’

এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, বিষয়টি তাঁর জানা নেই। দলীয়ভাবে সিদ্ধান্ত রয়েছে, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে নিয়ে কোনো সভা-সমাবেশ করা যাবে না। তিনি বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে কথা বলবেন। যদি এমন ঘটনা ঘটে থাকে তবে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে দলের মহাসচিবের সঙ্গে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ আওয় ম ল গ ন ত কর ম ক ব এনপ র স অন ষ ঠ ন উপস থ ত ন আওয় ম গঠন ক উপজ ল সদস য ব ষয়ট

এছাড়াও পড়ুন:

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন কনফারেন্স ও সিরাহ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্লাজা এরিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘এনএসইউ কোরআন কনফারেন্স অ্যান্ড সিরাহ এক্সিবিশন ২০২৫’।

গ্র্যান্ড কনফারেন্সে আলোচক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ; হাসানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান আজহারী; বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক; জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার উপদেষ্টা এবং ইনসাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল বাশার মো. সাইফুল ইসলাম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক ও ইসলামিক স্কলার অধ্যাপক মোখতার আহমেদ।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার; এনএসইউর উপাচার্য আবদুল হান্নান চৌধুরী; বোর্ড অব ট্রাস্টিজের আজীবন প্রতিষ্ঠাতা সদস্য এম এ কাশেম; বোর্ড অব ট্রাস্টিজের আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ; মোহাম্মদ শাহজাহান; সদস্য ইয়াছমিন কামাল; সদস্য রেহানা রহমান; এনএসইউর কোষাধ্যক্ষ ও সহ–উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান এবং এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের আন্তর্জাতিক উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের সেল বায়োলজি ও মলিকুলার জেনেটিকস বিভাগের অধ্যাপক আনোয়ার হক।

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘আজ ইসলাম নিয়ে যে কথাগুলো বলা হলো, তা আমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে। আমরা এগুলো চর্চা করার চেষ্টা করব। আমাদের এখানে বিভিন্ন ধর্মের লোকজন আছে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সব ধর্মকে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দেখা হয়।’

উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই কনফারেন্স আমাদের শিক্ষার্থীদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)–এর জীবনের যাত্রা সম্পর্কে ধারণা দিয়েছে। তাঁর জীবন আমাদের শেখায় যে মানুষ কেবল পার্থিব জীবন অর্জনের জন্য পৃথিবীতে আসেনি; আমরা এখানে এসেছি আমাদের জ্ঞান ও শিক্ষাকে অন্যদের কাছে পৌঁছে দিতে এবং দয়া, উদারতা ও নম্রতা প্রদর্শন করতে। ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম, যা আমাদের দয়াবান ও নম্র হতে শেখায়।’

একই দিনে এনএসইউ কেন্দ্রীয় অডিটরিয়ামে ‘মুসলিমাহ’স চ্যালেঞ্জেস ইন দ্য মডার্ন ইরা’ (Muslimahs’Challenges in the Modern Era) শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগের দিন (৮ ডিসেম্বর ২০২৫) এনএসইউতে লাইভ ক্যালিগ্রাফি, বইয়ের স্টল ও মেহেদি শিল্পের আয়োজন করা হয়। সিরাহ প্রদর্শনী ৮ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এনএসইউ এক্সিবিশন হলে চলবে।

সম্পর্কিত নিবন্ধ