নাটোরে বিএনপির মতবিনিময় সভা ঘিরে সংঘর্ষ-গুলি, মামলা করেনি কোনো পক্ষ
Published: 11th, May 2025 GMT
নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভা ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে। আজ রোববার দুপুর পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপি কমিটির কার্যক্রমে গতিশীলতা ও দলকে সংগঠিত করার লক্ষ্য স্থানীয় নেতাদের সঙ্গে জেলা বিএনপি নেতাদের মতবিনিময় সভা চলছিল। সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ নেতা–কমীদের উদ্দেশে বলেন, ‘আমরা বিগত দুর্দিনে দুঃসময়ে আন্দোলন–সংগ্রামে কাউকেই খুঁজে পাইনি।’ এ সময় প্রতিবাদ জানান পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নাজমুল করিম। একপর্যায়ে আবদুল আজিজের লোকজন নাজমুলকে ঘিরে ধরেন।
এ ঘটনার জের ধরে সভা মঞ্চের বাইরে থাকা জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামালের সমর্থকদের সঙ্গে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজের সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষসহ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মো.
ওই সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া চলছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান (বাবুল চৌধুরী) দুই পক্ষের মাঝখানে গিয়ে দাঁড়ান এবং তাদের শান্ত করার চেষ্টা করেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান (বাবুল চৌধুরী) বলেন, ‘জেলা বিএনপি নেতাদের সঙ্গে স্থানীয় নেতা–কর্মীদের মতবিনিময় সভা ঘিরে গুরুদাসপুরে যা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের মৌখিকভাবে সতর্ক করেছি। পরে দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।’
গুরুদাসপুর থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, ‘বিএনপির মতবিনিময় সভায় নিজেদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে শটগানের দুটি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ঘর ষ
এছাড়াও পড়ুন:
খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর শুকরানা মিছিল
দেশের আলোচিত মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আদালতের ঘোষিত রায়কে স্বাগত জানিয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শুকরানা মিছিল করেছে।
আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আদালতের এ রায় দেশের জনগণের দীর্ঘদিনের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন। তারা আরও বলেন, বিচার বিভাগের এই সাহসী রায় দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন দ্বার উন্মোচন করবে।
শান্তিপূর্ণভাবে শুকরানা মিছিল সম্পন্ন করতে সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশও প্রদান করা হয়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সা'দ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হুদা রনি, প্রচার সম্পাদক আশরাফ বিন মুজিব, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল কুদ্দুসসহ বিভিন্ন থানা ও ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ।