বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক আসর ‘কান চলচ্চিত্র উৎসবে’ প্রতিবারই পেখম পেলেন বলিউড তারকা উর্বশী রাউতেলা। আবেদনময়ী লুকে রূপের দ্যুতিতে চমক দেখান রেড কার্পেটে। প্রতিবারই তাকে নিয়ে হয় আলোচনা। কখনো সেটা ইতিবাচক কখনও নেতিবাচক।

মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনেও দেখা গেল উর্বশীকে। চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ার স্টাইলের কায়দাও আলাদা। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড। অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিলমিশ। কানে ছিল মানানসই দুল।  

অনেকে বলেন ফ্রান্স ফ্যাশনের শহর। সেদেশে গিয়ে নিজেকে একটু অন্য ভাবেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই চেষ্টার ফল হলো তিক্ত। রেড কার্পেটে হাঁটার সময় অভিনেত্রীর হাতে ছিল প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্লাচ। তবে তার এই সাজ মনে ধরেনি অনুরাগীদের। 

উর্বশীর এই ছবি সামাজিকমাধ্যমে পোস্ট হতেই আসে একের পর এক সমালোচনা। অনেকে বলছেন- এ যুগে এসেও উল্টোপথে হাঁটলে কী হয়! অভিনেত্রীর অতিরিক্ত রূপসজ্জার সমালোচনা করেন অনেকে। আবার কেউ কেউ তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলে বিদ্রুপ করেন। পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘জঘন্য সাজ।’ অন্য একজন লিখেছেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়া ভালো হবে।’

তবে এবারই প্রথম নয়, এর আগে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে গলায় 'টিকটিকি' জড়িয়ে কটাক্ষের মুখে পড়েছিলন বলিউড অভিনেত্রী উর্বশী। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

রেড কার্পেটের পোশাক বদলাতে বাধ্য হলেন হ্যালি বেরি

এ বছরের কান চলচ্চিত্র উৎসবের জুরি প্রেস কনফারেন্সে হ্যালি বেরি জানিয়েছেন, নতুন রেড কার্পেট নিয়মের কারণে তাকে শেষ মুহূর্তে নিজের পোশাক বদলাতে হয়েছে। উৎসব শুরুর ঠিক  আগে আয়োজকেরা ঘোষণা দিয়েছেন যে, এবার থেকে রেড কার্পেটে নগ্নতা এবং অতিরিক্ত আকারের পোশাক, যেমন লম্বা ট্রেন যুক্ত গাউন, নিষিদ্ধ।

বেরি বলেন  “আমি গুপ্তার এক অসাধারণ পোশাক পরার পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেটার ট্রেন এত বড় যে নিয়ম লঙ্ঘন হয়ে যেত। আমি নিয়ম ভাঙতে চাই না। নগ্নতা নিষিদ্ধ করাটাও সম্ভবত এক ভালো নিয়ম।

 কেন এই পরিবর্তন?
১২ মে, সোমবার আয়োজকদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় যেখানে বলা হয়—নতুন নিয়মগুলো উৎসবের সাংগঠনিক কাঠামো ও ফরাসি আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়:
“এই বছর, কান উৎসবের চার্টারে কিছু নিয়ম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যা অনেকদিন ধরেই প্রচলিত ছিল। উদ্দেশ্য সরাসরি পোশাক নিয়ন্ত্রণ নয়, বরং পুরোপুরি নগ্নতা নিষিদ্ধ করা এবং এমন পোশাক রোধ করা যা অন্য অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।”

উৎসব কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বসে পড়া বা রুমে প্রবেশের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এমন পোশাক পরা অতিথিদের প্রবেশে বাধা দেওয়ার অধিকার রাখে কর্তৃপক্ষ।

সম্পর্কিত নিবন্ধ

  • সিনেমা শুধু বিনোদন নয়, সত্য অনুসন্ধানের শক্তিশালী মাধ্যমও : জেরেমি স্ট্রং
  • উৎসব না প্রতিবাদ—নাকি দুটোই?
  • ‘জঘন্য সাজ’ কানে পোশাক নিয়ে কটাক্ষের শিকার উর্বশী
  • ট্রাম্প শিল্পের শত্রু: কান উৎসবে ডি নিরোর বিস্ফোরক মন্তব্য
  • কয়েক লাখ টাকার ‘টিয়া’ নিয়ে কানের লাল গালিচায় উর্বশী
  • জাহিদ-অপি-জয়া-চঞ্চলদের’ উৎসব’ পরিবার ছাড়া দেখা নিষেধ
  • রেড কার্পেটের পোশাক বদলাতে বাধ্য হলেন হ্যালি বেরি
  • আমি ইতিহাস নয়, সিনেমার জন্য কাজ করছি: জুলিয়েট বিঞ্চ
  • আমি ইতিহাস নয়, সিনেমার বর্তমান সময়ের জন্য কাজ করছি: জুলিয়েট বিঞ্চ