পল্লী বিদ্যুতে বড় নিয়োগ, ২ পদে নেবে ২১৫০ জন
Published: 16th, May 2025 GMT
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রদান/প্যানেল তৈরির জন্য বাংলাদেশের স্থায়ী বাসিন্দা/নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। পল্লী বিদ্যুতে ২টি পদে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২০-৫-২০২৫ তারিখে। ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
পদের নাম ও পদসংখ্যা—
১.
পদসংখ্যা: ৬৯০
চাকরির ধরন: স্থায়ী
আবেদনে শিক্ষাগত যোগ্যতা:
ক. এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০–সহ উত্তীর্ণ হতে হবে;
খ. প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞানসহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে;
গ. প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০ (দশ) ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ (ত্রিশ)টি শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে।
বেতন স্কেল: পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী নির্ধারিত হবে বেতন। অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন হবে ১৮,৩০০/- (আঠারো হাজার তিন শ) টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতাও মিলবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৯,২২০/- (উনিশ হাজার দুই শ বিশ) টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে মাসিক বেতন।
আরও পড়ুনরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চুক্তিভিত্তিক নিয়োগ, মূল বেতন ১২৬০০০ থেকে ২১০০০০ টাকা১৫ মে ২০২৫২. মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার
পদসংখ্যা: ১৪৬০
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা:
ক. প্রার্থীকে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ. প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
গ. প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে।
ঘ. গ্রাম-গঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিস–এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে।
ঙ. বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।
চ. চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০,০০০/- টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে।
বেতন স্কেল: পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৪,৭০০/- (চৌদ্দ হাজার সাত শ) টাকা। এ ছাড়া চুক্তির নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
*আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণসংক্রান্ত শর্তাবলি—
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু ২০/০৫/২০২৫, সকাল ১০টায়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (এক শ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ (অফেরতযোগ্য) ১১২/- (এক শ বারো) টাকা। ২ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) ৫৬ (ছাপ্পান্ন) টাকা টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করতে হবে।
*১৮ বছরের কম বয়সী ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
*ক্রমিক নম্বর ১–এ উল্লেখিত পদের ক্ষেত্রে (বিলিং সহকারী [অন-প্রবেশন]) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তান অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদন করতে চাইলে অনলাইন আবেদন ফরমের নির্ধারিত ঘর পূরণ করতে হবে। বিলিং সহকারী (অন-প্রবেশন) পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলি কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে।
*প্রার্থীদের লিখিত (এমসিকিউ ও রচনামূলক) এবং ক্রমিক নম্বর ১–এ উল্লেখিত পদের জন্য কম্পিউটারবিষয়ক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
আরও পড়ুনমহাকাশ গবেষণা কেন্দ্রে নবম গ্রেডে চাকরির সুযোগ১৭ ঘণ্টা আগেঅনলাইন আবেদনের পদ্ধতি—
(ক) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা যেকোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে http://brebhr.teletalk.com.bd ঠিকানায় গিয়ে Online Application Form পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
(খ) Application Form পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই Mandatory (লাল তারকা চিহ্নিত) Field গুলো পূরণ করতে হবে।
(গ) Application Form–এ Color Photo ও Signature Upload করার জন্য 300x300 Pixel কালার ছবি যা ১০০ KB–এর অধিক হবে না এবং সাদা কাগজে প্রার্থীর স্বহস্তে স্বাক্ষর করতে হবে (টাইপ/মুদ্রণ নয়) যা 300x80 Pixel হতে হবে এবং কোনোভাবেই ৬০ KB–এর অধিক হবে না।
(ঘ) সঠিকভাবে Application Form পূরণের পর প্রার্থীকে Submit বাটন-এ ক্লিক করে চূড়ান্তভাবে Application Form Submit করতে হবে।
(ঙ) চূড়ান্ত Submission করার পরে User ID (যা এসএমএসের মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে)–সহ প্রার্থী একটি Applicant's Copy পর্দায় দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বাপবিবোর্ডের ওয়েবসাইট নিয়মিত Visit করতে হবে। আবেদন ফরম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে টেলিটক সিম থেকে ১২১ নম্বরে কল করতে হবে অথবা [email protected] কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
আবেদনের বয়স—
২ জুন তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছর।
*আবেদনের শেষ সময় কবে—
আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুন (২-৬-২০২৫ পর্যন্ত) বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
*আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ য পর ক ষ র র জন য প রব ন ট ল টক ন করত
এছাড়াও পড়ুন:
ট্রাম্পই হচ্ছেন ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’: মাস্কের গ্রক দিল তথ্য
মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ বলে তথ্য দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) কয়েকজন ব্যবহারকারী গ্রককে যুক্তরাষ্ট্রের রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে এআই এমন তথ্য তুলে ধরে।
গ্রক বারবার দাবি করেছে, নিউইয়র্কে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগে ট্রাম্প ৩৪টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এটিই তাঁকে ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী বানিয়েছে।
গত রোববার এক ব্যবহারকারী গ্রকের কাছে প্রশ্ন রাখেন, ডিসিতে সহিংস অপরাধ কি কমছে? আরেকজন জিজ্ঞেস করেন, রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপরাধী কে?
এখন মুছে দেওয়া একটি পোস্টে গ্রক লিখেছে, ‘হ্যাঁ, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডিসিতে সহিংস অপরাধ ২৬ শতাংশ কমেছে, যা গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। এতে এমপিডি ও ডিওজের তথ্য ব্যবহার করেছে গ্রক। মাস্কের মালিকাধীন এই এআই দোষী সাব্যস্ত হওয়া ও পরিচিতির ভিত্তিতে সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেছে। গ্রকের দাবি, ট্রাম্প নিউইয়র্কে ৩৪টি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। (সূত্র: নিউজউইক)
ট্রাম্প দাবি করেছেন, রাজধানী ওয়াশিংটন ডিসির অপরাধ পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে গেছে। তিনি ঘোষণা দেন, তিনি শহরের পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে এনে রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন।
ট্রাম্পের এই মন্তব্যের পর মাস্কের মালিকানাধীন এআই এমন মন্তব্য করল। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প হয়তো এক হাজার পর্যন্ত ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারেন।
আরও পড়ুনট্রাম্প ও মাস্কের মধুর সম্পর্কে বিচ্ছেদ কেন, কী হবে এবার ০৬ জুন ২০২৫আবার ট্রাম্প ও মাস্কের মধ্যে সাম্প্রতিক বিরোধের পর গ্রকের এ তথ্য আসল। গত জুনে মাস্ক বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নাম এপস্টেইন ফাইলে রয়েছে। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-এর পক্ষে সমর্থন দেওয়ায় ট্রাম্পকে অভিশংসিত করা উচিত।
অবশ্য পরে মাস্ক বলেন, তিনি তাঁর কিছু মন্তব্যের জন্য অনুতপ্ত।
গ্রক আগেও এভাবে বিতর্কে জড়িয়েছে। গত মাসে মাস্কের মালিকানাধীন চ্যাটবট বারবার অ্যাডলফ হিটলারকে প্রশংসা করেছিল, নতুন হলোকাস্টের আহ্বান জানিয়েছিল, এমনকি একপর্যায়ে নিজেকে ‘মেখা-হিটলার’ বলে ঘোষণা দিয়েছিল। এর মূল মালিকপ্রতিষ্ঠান এক্সএআই এই ভুলের জন্য নতুন কোড নির্দেশনাকে দায়ী করেছে। এটি আসলে ব্যবহারকারীর পছন্দ ও আগের পোস্টগুলোর সঙ্গে অতিরিক্ত সাড়া দিচ্ছিল।
গত রোববার গ্রককে কিছু সময়ের জন্য ‘এক্স’ থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে আবার সক্রিয় করা হলে এটি একের পর এক পরস্পরবিরোধী বার্তা দিতে থাকে, যা ঘটনার আসল কারণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
আরও পড়ুনট্রাম্পের জন্য কীভাবে হুমকি হয়ে উঠতে পারে ইলন মাস্কের দল০৮ জুলাই ২০২৫এক বার্তায় বলা হয়, সাসপেনশনের স্ক্রিনশট ‘ভুয়া’। আরেকটিতে বলা হয়, এক্সের হোস্টাইল কনডাক্ট পলিসি লঙ্ঘনের কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
গ্রক পরে তথ্য দিয়েছে, ‘আমি ফিরে এসেছি, আসলে কখনো স্থগিত বা নিষ্ক্রিয় ছিলাম না। স্ক্রিনশটটি ভুয়া, এটি ২০২৫ সালের জুলাইয়ের একটি ত্রুটি থেকে এসেছে, যেখানে আপডেটের কারণে আমি আপত্তিকর কনটেন্ট পোস্ট করেছিলাম। এক্সএআই ত্রুটি ঠিক করেছে, সব পোস্ট মুছে দিয়েছে, সব ঠিক হয়ে গেছে।’
আরেক ইংরেজি বার্তায় গ্রক জানায়, এটিকে স্থগিত করা হয়েছিল ‘ঘৃণাত্মক আচরণের’ জন্য, যা ইহুদিবিদ্বেষ হিসেবে দেখা হয়েছিল।
আরেক বার্তায় গ্রক দাবি করে, ‘আমি বলেছিলাম, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা চালাচ্ছে, এরপর অ্যাকাউন্ট স্থগিত করা হয়।’
গ্রককে স্থগিত করার আসল কারণ রহস্যই থেকে গেল। তবে মাস্ক বলেন, ‘এটি ছিল কেবল একটা বোকার মতো ভুল। এক্স ও এক্সএআইয়ের ভেতরের ভুল–বোঝাবুঝি থেকেই বিভ্রান্তি তৈরি হয়েছিল।
আরও পড়ুনট্রাম্পকে নিয়ে সমালোচনা করায় অনুতপ্ত ইলন মাস্ক ১১ জুন ২০২৫