বিগত সরকারের সময়ে গত ১৬ বছরে গুম, খুন ও অপহরণের সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার। তারা বলেছেন, নিছক একটি নির্বাচনের জন্য আমরা ফ্যাসিবাদীদের বিতাড়ন করিনি। গুম খুন অপহরণের সঙ্গে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। আমরা আমাদের স্বজনদের নিখোঁজের পেছনে যারা জড়িত তাদের ফাঁসি চাই।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ গুম পরিবার’ আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এতে গুম খুন অপহরণের শিকার বেশ কিছু ব্যক্তির পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। 

সমাবেশে বক্তব্য রাখেন ‘বাংলাদেশ গুম পরিবার’ এর প্রধান সমন্বয়ক বেল্লাল হোসেন, সহকারী সমন্বয়ক মোহাম্মদ আখতারুজ্জামান, মো.

সাগর আহমেদ, মো. বাবুল হোসেন, মো. বাবুল মিয়া, আকলিমা খানম, রেশমা আক্তার, গোলাপ খানম, জসীম উদ্দীন, তমা আক্তার প্রমুখ। 

সমাবেশ থেকে গুম হওয়া পরিবারগুলোকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ বা অনুদান প্রদান, প্রতিটি পরিবারকে মাসিক ভাতা ও একজনকে চাকরির সুযোগ, প্রতিটি পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও প্রশাসনের সংস্কার, ভিকটিম পরিবারগুলোর পক্ষ থেকে একজনকে সচিবালয়ে প্রবেশের অনুমতি পাস কার্ডের ব্যবস্থা, সকল মামলা প্রত্যাহার, প্রশাসনের হয়রানি থেকে মুক্তি এবং গুম খুন অপহরণে জড়িত র‍্যাবকে অতিদ্রুত বিলুপ্তসহ ১১ দফা দাবি জানানো হয়।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: অপহরণ গ ম খ ন অপহরণ পর ব র

এছাড়াও পড়ুন:

পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা

পাবনায় পরকীয়া প্রেম সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আকাশ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সুভেল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে হত্যাকাণ্ডটি ঘটে। 

বুধবার (১ অক্টোবর) পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

বাড়ির মেয়েদের দিকে কুদৃষ্টি দেওয়ায় আকবরকে হত্যা

কক্সবাজারে ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াতের যুব বিভাগের নেতা নিহত

নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত নাঈম সাধুপাড়া এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামে এক যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাঈমের কাছে। গতকাল রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলের সঙ্গে পরকীয়া প্রেমের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আকাশ ও নাঈমের।

এক পর্যায়ে মিল্লাত হাতে থাকা ছুরি দিয়ে তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “পরকীয়া প্রেমের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। আমরা একজনকে আটক করেছি। মরদেহ  ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাজ্যে সিনাগগের বাইরে সন্ত্রাসী হামলা, নিহত ৩
  • পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা