পটুয়াখালীর বাউফলে শিক্ষকের বাড়ি থেকে নগদ টাকাসহ ২০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাতেরা। শুক্রবার রাতে উপজেলার কালিশুরি ইউনিয়ন বাহেরচরে এ ঘটনা ঘটে। ডাকাতেরা ওই বাড়ির দুই কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে দোতলায় ওঠে ডাকাতি করে।

ভুক্তভোগী সজল চন্দ্র হালদার কালিশুরি কলেজের প্রভাষক। তাঁর ভাষ্য, রাতে ডাকাতেরা পাকা ভবনের ভেন্টিলেটর ও গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা বাড়ির কর্মচারী সুজন ও মিঠুনকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। পরে দোতলায় ওঠে পড়ে। 

রাত ২টার দিকে ‘স্যার’ সম্বোধনে দরজা খুলেই সজল চন্দ্র হালদার ডাকাতদের দেখতে পান। এ সময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে তিনি ও তাঁর স্ত্রী ঝর্ণা রানীর কাছে টাকা ও স্বর্ণালংকারের খোঁজ করে। পরে পাঁচটি আলমারি ভেঙে নগদ ৯০ হাজার টাকা, ছয়টি সোনার চেইন, আটটি আংটি, দুই জোড়া রুলি, কঙ্কনসহ ২০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বলেন, ‘ওই শিক্ষকের কাছ থেকে ডাকাতির বিষয়ে জেনে ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি গুরুত্বসহকারে দেখছে পুলিশ।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টপ ট স বর ণ স বর ণ ল

এছাড়াও পড়ুন:

ঢাকা বোর্ডের এইচএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কবে কোন জেলা

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ১০ ডিসেম্বর থেকে বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল রোববার (৭ ডিসেম্বর ২০২৫) ঢাকা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ২ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ থেকে ২২ ডিসেম্বর বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলায় এইচএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ট্রান্সক্রিপ্টে ভুল পাওয়া গেলে সাত দিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বোর্ডে আবেদন করতে বলা হয়েছে।

আরও পড়ুন৩২ হাজার সহকারী শিক্ষকদের কোন কারণে পদোন্নতি হচ্ছে না জানালেন উপদেষ্টা১ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ ডিসেম্বর টাঙ্গাইল ও ঢাকা জেলার, ১১ ডিসেম্বর নরসিংদী ও ফরিদপুর জেলার ট্রান্সক্রিপ্ট দেওয়া হবে। মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ ১৪ ডিসেম্বর, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ ১৫ ডিসেম্বর, মাদারীপুর ও শরীয়তপুর ১৭ ডিসেম্বর, রাজবাড়ী ও গোপালগঞ্জ ১৮ ডিসেম্বর, গাজীপুর ২১ ডিসেম্বর এবং ঢাকা মহানগরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে ২২ ডিসেম্বর।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ফি ১০০০২৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ