পটুয়াখালীর বাউফলে শিক্ষকের বাড়ি থেকে নগদ টাকাসহ ২০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাতেরা। শুক্রবার রাতে উপজেলার কালিশুরি ইউনিয়ন বাহেরচরে এ ঘটনা ঘটে। ডাকাতেরা ওই বাড়ির দুই কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে দোতলায় ওঠে ডাকাতি করে।

ভুক্তভোগী সজল চন্দ্র হালদার কালিশুরি কলেজের প্রভাষক। তাঁর ভাষ্য, রাতে ডাকাতেরা পাকা ভবনের ভেন্টিলেটর ও গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা বাড়ির কর্মচারী সুজন ও মিঠুনকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। পরে দোতলায় ওঠে পড়ে। 

রাত ২টার দিকে ‘স্যার’ সম্বোধনে দরজা খুলেই সজল চন্দ্র হালদার ডাকাতদের দেখতে পান। এ সময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে তিনি ও তাঁর স্ত্রী ঝর্ণা রানীর কাছে টাকা ও স্বর্ণালংকারের খোঁজ করে। পরে পাঁচটি আলমারি ভেঙে নগদ ৯০ হাজার টাকা, ছয়টি সোনার চেইন, আটটি আংটি, দুই জোড়া রুলি, কঙ্কনসহ ২০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বলেন, ‘ওই শিক্ষকের কাছ থেকে ডাকাতির বিষয়ে জেনে ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি গুরুত্বসহকারে দেখছে পুলিশ।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টপ ট স বর ণ স বর ণ ল

এছাড়াও পড়ুন:

চীনে বর্ণাঢ্য ড্রাগন বোট উৎসব উদযাপন

চীনের চিয়াংশি প্রদেশের নানছাং শহরে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ড্রাগন বোট উৎসব উদযাপিত হয়েছে। অন্যতম জনপ্রিয় এই প্রাচীন উৎসবটি প্রতি বছর চন্দ্রবর্ষের পঞ্চম মাসে সারা দেশে উদযাপন  করা হয়।

শুক্রবার (২৩ মে) ও শনিবার (২৪ মে) জমকালো উৎসবটি নানছাং শহরের চিওলং লেকের মনোরম পরিবেশে আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিয়ে হাজারো দর্শক ও প্রতিযোগী রঙিন নৌকা বাইচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় খাবারের মাধ্যমে চীনের প্রাচীন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানান।

উৎসবে গান, নাচ ও ড্রাম পরিবেশনার পাশাপাশি শিশুদের হাতে রঙিন সুতা বাঁধা, সুগন্ধী থলে তৈরি ও ড্রাগন নাচের প্রদর্শনী দেখা গেছে।

এছাড়াও উৎসবের নিরাপত্তায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবক সদস্য। 

উৎসবে ১২টি দেশ ও অঞ্চলের ৫০টি দল নৌকা বাইচে অংশগ্রহণ করে। তাছাড়া চিয়াংশি প্রদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দেশি-বিদেশি শিক্ষার্থী এবং স্থানীয় হাজার হাজার সাধারণ মানুষ এ উৎসব উপভোগ করেন।

ঢাকা/হাসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ