নতুন কোচ হিসেবে জাবি আলোনসোর নাম ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। তার সঙ্গে তিন মৌসুমের চুক্তি করেছে লস ব্লাঙ্কোসরা। কার্লো আনচেলত্তি রিয়ালের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। তার জায়গায় ক্লাব বিশ্বকাপ থেকে কাজ শুরু করবেন জাবি আলোনসো। 

রিয়াল মাদ্রিদ এক বিবৃতি দিয়ে বলেছে, ‘রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে যে, জাবি আলোনসো ১ জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। আলোনসো রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের একজন কিংবদন্তি। এবার তিনি ফুটবলের অন্যতম সেরা একজন কোচ হয়ে রিয়াল মাদ্রিদে ফিরছেন। তিনি বায়ার লেভারকুসেনের হয়ে লিগ, লিগ কাপ এবং জার্মান সুপার লিগ জিতে ইতিহাস গড়েছেন।’ 

জাবি আলোনসো তার ক্লাব ক্যারিয়ারে রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও বায়ার্ন মিউনিখে খেলেছেন। এই সময়ে কোচ হিসেবে কিংবদন্তি হোসে মরিনহো, পেপ গার্দিওলা ও রাফায়েল বেনিতেজকে পেয়েছেন তিনি। তার বাবাও স্পেনের ফুটবলার এবং কোচ ছিলেন। ফুটবল ক্যারিয়ারে আলোনসো তার সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন। তিনি ২০০৯-১৪ মৌসুম পর্যন্ত লস ব্লাঙ্কোসদের জার্সিতে খেলেছেন।     

রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে আগামী সোমবার সান্তিয়াগো বার্নাব্যুতে জাবি আলোনসোকে পরিচয় করিয়ে দেওয়া হবে। আগামী ১৮ জুন রিয়াল মাদ্রিদ আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ যাত্রা শুরু করবে। মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে কিছুই না জেতা রিয়ালকে শিরোপা জেতানোর  চ্যালেঞ্জ থাকবে আলোনসোর। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

পাকিস্তানে তীব্র ঝড়ে ১৩ জনের মৃত্যু

পাকিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৯২ জন। শনিবার (২৪ মে) দেশটির পাঞ্জাব প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর আনাদোলুর। 

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাঞ্জাবের বিভিন্ন স্থানে ‘জরাজীর্ণ বাড়ি ধসে পড়া ও অনিরাপদ স্থানে থাকার কারণে’ ১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

রাষ্ট্রীয় পাকিস্তান টেলিভিশনের মতে, তীব্র বাতাসের কারণে স্থানীয় একটি কারখানার ছাদ ধসে একজন শ্রমিক নিহত এবং আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

আরো পড়ুন:

আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান ও ভারত

পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ ভাগ হয়েছিল কেন?

এছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে ১৩ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে পিডিএমএ। 

শুক্রবারের শুরুতে, পিডিএমএ পাঞ্জাবের বিভিন্ন স্থানে তীব্র বাতাস, ধুলো ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা সম্পর্কে সতর্কতা জারি করেছিল।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় ইসরায়েলের হামলায় ২২০ সাংবাদিক নিহত
  • সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি–দাওয়া পর্যালোচনায় কমিটি পুনর্গঠন
  • আমাকে একাধিক গোয়েন্দা সংস্থার এজেন্ট বানানো হয়েছে: বাঁধন
  • এক নায়িকাও আমার ভিসা জটিলতায় জড়িত ছিলেন: বাঁধন
  • শরীয়তপুরে সরকারি স্কুলে শিক্ষক সংকট, ব্যাহত হচ্ছে পাঠদান
  • চিকিৎসক মায়ের ৯ শিশু সন্তান নিহত
  • গাজায় চিকিৎসক মায়ের ৯ শিশু সন্তান নিহত
  • ইব্রাহিমের হার না মানা ২৬ বছরের সংগ্রাম
  • পাকিস্তানে তীব্র ঝড়ে ১৩ জনের মৃত্যু