বার্সেলোনার হৃদয় যেন আজ নতুন করে আলোয় ভরে উঠেছে। যিনি আলো জ্বালিয়েছেন, তিনি ১৭ বছরের বিস্ময়বালক লামিনে ইয়ামাল। কাতালান ক্লাবটি তাদের এই উঠতি রত্নকে ২০৩১ সালের জুন পর্যন্ত বাঁধা পড়িয়েছে এক নবায়িত চুক্তির সুতোয়। এ যেন শুধু একটি স্বাক্ষর নয়, বার্সেলোনার ভবিষ্যৎ স্বপ্নে আঁকা এক উজ্জ্বল রূপরেখা।

মাত্র সাত বছর বয়সে লা মাসিয়ার ঘরদুয়ার পেরিয়েছিলেন ইয়ামাল। চোখেমুখে ছিল স্বপ্ন, আর পায়ে ছিল জাদু। সেই শিশুটি আজ বিশ্বের ফুটবল মানচিত্রে নিজের নাম লিখিয়েছেন সাহসে, দক্ষতায় আর দুর্দান্ত পারফরম্যান্সে। ২০২৩ সালের এক উজ্জ্বল এপ্রিল সন্ধ্যায়, ১৫ বছর বয়সে প্রথমবার সিনিয়র দলে পা রাখেন তিনি। এরপর থেকে আর থেমে থাকেনি তার উত্থানের স্রোত।

এ পর্যন্ত ১০৬ ম্যাচে ২৫টি গোল আর ৩৪টি অ্যাসিস্ট— এই সংখ্যাগুলোই বলে দেয় ইয়ামাল শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবতার নাম। ২০২৪-২৫ মৌসুমে তিনি হয়ে উঠেছিলেন বার্সেলোনার বিজয়ের অন্যতম কারিগর। ৫৫ ম্যাচে ১৮ গোল এবং ২৫ অ্যাসিস্টে যেভাবে তিনি মাঠে ঝড় তুলেছেন, তা কোচ থেকে সমর্থক, সবাইকে বিস্মিত করেছে।

আরো পড়ুন:

বিদায়ী রাতে নতুন যুগের ইঙ্গিত রিয়ালের

এল ক্লাসিকো: প্রথমার্ধেই ৬ গোল

এই অসাধারণ ফর্মের পুরস্কারও মিলেছে যথাযোগ্যভাবে। চুক্তি নবায়নের পাশাপাশি তিনি হয়েছেন ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়দের একজন। তার বার্ষিক আয় এখন ২৬ মিলিয়ন ইউরো! অর্থের থেকেও বড় কথা, ক্লাবের আস্থা, ভবিষ্যতের রাশ তার হাতে তুলে দেওয়ার স্পষ্ট বার্তা।

বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা এবং ক্রীড়া পরিচালক ডেকো একবাক্যে বলছেন, ‘‘এই চুক্তি আমাদের ভবিষ্যতের ভিত্তি, ইয়ামাল আমাদের আগামী দিনের প্রতীক।’’

আজকের এই চুক্তি শুধু একটি ফর্মাল আনুষ্ঠানিকতা নয়, এ এক বিশ্বাসের বন্ধন। বার্সা জানিয়ে দিলো ইয়ামাল কেবল তাদের বর্তমান নয়, তিনিই কাতালুনিয়ার ফুটবল ভবিষ্যতের সবচেয়ে উজ্জ্বল তারা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প য ন শ ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের ওপর আরোপিত নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে।

এর আগে ট্রাম্প ১ আগস্টের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তখন তিনি বলে দিয়েছিলেন, এ সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে চড়া শুল্ক আরোপ করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে ৭০টির বেশি দেশের ওপর নতুন পাল্টা শুল্কহার ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেগুলো আগামী সাত দিনের মধ্যে কার্যকর হবে।

যেসব পণ্য ৭ আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা বর্তমানে যাত্রাপথে রয়েছে এবং সেগুলো যদি ৫ অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়, তবে সেগুলোর ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না।

অবশ্য কানাডার ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ৩৫ শতাংশ শুল্ক ১ আগস্ট অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে।

আরও পড়ুনকোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প৪ ঘণ্টা আগে

উত্তর আমেরিকার এই দুই প্রতিবেশী দেশ একে অপরের অন্যতম বড় বাণিজ্য সহযোগী হলেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের মধ্যে অস্বস্তিকর দ্বন্দ্ব তৈরি হয়।

কানাডা যেসব পণ্য রপ্তানি করে, তার প্রায় তিন-চতুর্থাংশই যায় যুক্তরাষ্ট্রে। ধাতব পদার্থ ও কাঠের পাশাপাশি কানাডা বিপুল পরিমাণে তেল, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি, খাদ্যপণ্য এবং ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য চুক্তি করেনি, তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প১ ঘণ্টা আগে

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে তিনি সতর্ক করেছেন, নতুন ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে আর কোনো চুক্তির সুযোগ নেই।

সম্পর্কিত নিবন্ধ