বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ
Published: 29th, May 2025 GMT
বৈরী আবহাওয়ার কারণে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল আটটার পর থেকে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া শুরু হয়। এতে নদী উত্তাল হয়ে ওঠে এবং বড় ঢেউ দেখা দেয়। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৯টার পর থেকে এসব নৌপথে ছোট–বড় সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দৌলতদিয়া লঞ্চঘাটে দায়িত্বে থাকা আরিচা লঞ্চ মালিক সমিতির ঘাটব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন বলেন, সকালে বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে নদীতে বড় ঢেউ ওঠে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে লঞ্চ চলাচল আবার শুরু হবে। এ সময় যাত্রীদের ফেরিতে নদী পার হতে অনুরোধ জানানো হচ্ছে।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক সুপারভাইজার মো.
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, নদী কিছুটা উত্তাল থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চঘাটে যাঁরা এসেছেন, তাঁদের ফেরিতে নদী পারাপার করা হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ লতদ য়
এছাড়াও পড়ুন:
ক্লাব ফুটবলের দলবদলে সবচেয়ে বেশি ব্যয় করা ১০ কোচ
১০ইয়ুর্গেন ক্লপইয়ুর্গেন ক্লপ