জকিগঞ্জ-কানাইঘাটবাসীর জন্য আলোকবর্তিকা ফাহিম আল চৌধুরী ট্রাস্ট
Published: 31st, May 2025 GMT
‘সিলেটের জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার শিক্ষার উন্নয়নে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইসহাক চৌধুরী শুধু এলাকার উন্নয়নে কাজ করছেন না, তিনি শিক্ষার ক্ষেত্রেও ভূমিকা রেখে চলেছেন।’
শনিবার জকিগঞ্জের পরচক মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে দুই উপজেলার শিক্ষক ও অভিভাবকদের নিয়ে চলতি বছরে বৃত্তির সিলেবাস বিষয়ে আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
সভায় জানানো হয়, আগামী নভেম্বরে দুই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার উদ্যোগ নিয়েছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য পেনশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রাস্টের সহসভাপতি এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাহিম আল্ ইসহাক চৌধুরী।
তিনি বলেন, আমার চিন্তা-চেতনা শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে। অতীতের সাফল্য আমাদের প্রেরণা দিচ্ছে। এক দিন দুই উপজেলা হবে শিক্ষার জনপদ। এ সময় ফাহিম শিক্ষকদের জন্য পেনশনেরও ঘোষণা দেন।
ট্রাস্টের সচিব মো.
সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা সিলেবাস ও আগামী বৃত্তি পরীক্ষা বিষয়ে পরামর্শ দেন। সভায় স্কুল শিক্ষক ও অদম্য নারী হালিমা বেগমকে ট্রাস্টের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়।
সভায় দু্ই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের তিনশ’ শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ফাহিম আল চৌধুরী ট্রাস্ট দুই উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও মানবসেবার পাশাপাশি গত বছর থেকে বৃত্তি চালু করেছে। প্রথমবার দুই উপজেলার ৫৯৩ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ফ হ ম আল চ ধ র দ ই উপজ ল র
এছাড়াও পড়ুন:
বিয়ানীবাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী
পতিত স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে একটি গোষ্ঠী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এই নেতা বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। নির্বাচনী উৎসবে মেতে উঠতে সবাই প্রস্তুত।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াবড়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। দুবাগ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ফয়সল আহমদ চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে আবার প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। তাদের লক্ষ্য স্বৈরাচারকে ফিরিয়ে এনে এ দেশকে আবারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। কিন্তু দেশপ্রেমিক জনতা সে ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলার মাটিতে আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় নির্বাচন হবেই, ইনশা আল্লাহ।’
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ফয়সল আহমদ চৌধুরী বলেন, দেশের সবচেয়ে বড় দল বিএনপি। কিন্তু বিস্ময়করভাবে বিএনপির সুপারিশ, মতামত, নোট অব ডিসেন্ট এসবকে পাশ কাটিয়ে গেছে ঐকমত্য কমিশন। বিএনপির মতামত, প্রস্তাবকে উপেক্ষা করেছে তারা। এই কমিশন ঐকমত্যের বদলে অনৈক্য কমিশন হয়ে গেছে। ২৫টি রাজনৈতিক দল যে জুলাই সনদে স্বাক্ষর করল, সেই সনদের সঙ্গে কমিশনের সুপারিশের মিল নেই। এগুলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নিয়াজ উদ্দিন। জেলা যুবদলের সদস্য এবি কালাম ও উপজেলা ছাত্রদলের সদস্য শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা এম এ মান্নান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন প্রমুখ।