নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো দুটি ডলফিন
Published: 1st, June 2025 GMT
নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে বিরূপ আবহাওয়ায় সৃষ্ট জোয়ারের পানিতে ভেসে এসেছে একজোড়া ডলফিন। রবিবার সকালে মেঘনা নদীর স্রোতে বন্দরটিলা বাজার সংলগ্ন এলাকায় ডলফিন দুটি ভেসে এলে তা দেখতে ভিড় জমান স্থানীয়রা।
বন্দরটিলা বাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, “বাজারের পূর্ব পাশে নিঝুমদ্বীপ ও দমারচরের মাঝামাঝি মেঘনা নদীতে ডলফিন দুটি ভেসে আসে। পানি কমে যাওয়ায় তারা তীরে আটকে পড়ে। স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে প্রথমে তাদের দেখতে পান।”
ডলফিন দুটি আটকে পড়ার পর স্থানীয় জেলেরা তাদের নিয়ে দুষ্টুমিতে মেতে ওঠেন, অনেকেই সে মুহূর্ত ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। তবে ডলফিনদের কোনো ক্ষতি না করেই সাগরে ফেরত পাঠানোর চেষ্টা করেন জেলেরা। জোয়ারের পরবর্তী ঢেউ আসলে ডলফিন দুটি নিজে থেকেই সাগরের দিকে চলে যায়।
গত তিনদিন ধরে হাতিয়া এবং নিঝুমদ্বীপে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একাধিকবার উচ্চমাত্রার জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেঙে গেছে বহু ঘরবাড়ি ও সড়ক। এখনও অনেক পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। রান্নাবান্নাও বন্ধ রয়েছে বহু পরিবারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম ঘন ন ঝ মদ ব প ডলফ ন দ ট
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট