সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নেস্‌লে বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে আসছে নেসলে পুষ্টি গ্রো ৫+। বাংলাদেশে ৫ থেকে ৯ বছর বয়সী শিশুদের অপুষ্টি মোকাবেলার লক্ষ্যে এই পণ্যটি বাজারজাত করবে প্রতিষ্ঠানটি।

নেসলের সঙ্গে ব্যাপক আলোচনা এবং গবেষণার পর, বাংলাদেশের শীর্ষ এবং বৃহত্তম বহু-বিষয়ক সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এই বয়সের শিশুদের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণের জন্য এই সিরিয়াল-ভিত্তিক ফর্টিফায়ার তৈরি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্প্রতি রাজধানীর বিসিএসআইআর-এর কার্যালয়ে এই উদ্যোগের জন্য একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড.

সামিনা আহমেদ আশা প্রকাশ করে বলেন, নেস্‌লের সঙ্গে এই ধরনের যৌথ উদ্যোগ দেশের পুষ্টি প্রোফাইলকে উল্লেখযোগ্যভাবে উন্নত করার সম্ভাবনা রাখে, এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও অবদান রাখবে।

অনুষ্ঠানে লিগ্যাল, রেগুলেটরি এফেয়ারস এবং কর্পোরেট এফেয়ারস ডিরেক্টর দেবব্রত রায় চৌধুরীসহ নেসলের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিএসআইআর-এর চেয়ারম্যানের পাশাপাশি মোহাম্মদ শোহেদুল হক পাটোয়ারী, সচিব বিসিএসআইআর, এবং মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সদস্য (উন্নয়ন), বিসিএসআইআর উপস্থিত ছিলেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন স ল ব ল দ শ প এলস ব স এসআইআর অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

আমাদের দৃষ্টিতে পিআর একটি উদ্ভট ব্যবস্থা: সেলিমুজ্জামান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু সংখ্যক দল পিআর পদ্ধতি চাচ্ছে। আমাদের দেশের ৯৮ ভাগ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই।”

তিনি বলেন, “পিআর পদ্ধতিতে আমার ভোটে কে নির্বাচিত হলো তা জানাতে পারব না। এ কারণে আমাদের দৃষ্টিতে এটি একটি উদ্ভট ব্যবস্থা। এই ব্যবস্থায় বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই।”

আরো পড়ুন:

সবার সহযোগিতাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পা‌রে: শিমুল

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবির

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুরুলিয়া ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুমার নদে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, “দেশের জন্য এখন নির্বাচিত সরকারের প্রয়োজন। এ জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ নতুনভাবে সাজানো হবে এবং একটি জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী মো. আনোয়ার হোসেন। এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমসহ দলটির স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ