অমর রাতটিকে ভোর না হতে দেওয়ার তীব্র চেষ্টা ছিল প্যারিসের চ্যাম্পস ইলিসেস অ্যাভিনিউতে। আর্ক দ্য ট্রায়াম্পে সমর্থকদের প্যারেড শোভাযাত্রার উল্লাসও বাঁধ ভেঙে দিয়েছিল শৃঙ্খলা আর নিয়মকানুনের। প্রিয় দলের কাঙ্ক্ষিত মুহূর্তটি স্মরণীয় করে রাখতে দে লা বাস্তিলেও চলছে বুনো উৎসব। ফরাসি চ্যানেলের এসব খবর দেখে মনে হচ্ছিল ফুটবলের কাছে এমন একটি রাতই তো চেয়েছিল প্যারিস অনেক বছর ধরে। পাবলো পিকাসো, ভ্যান গঘদের প্যারিসকে বিশ্ব চিনেছে চিত্রশিল্প দিয়ে। ভিক্টোর হুগোর কবিতা দিয়েও শোন নদী পারের শহরটি হৃদয় জয় করেছে। জিদান, এমবাপ্পেদের বিশ্বকাপ দিয়েও জয় করেছে ফুটবলকে। তবে যে শুধু ছবি বা কবিতা নয়, ফুটবলও নয়। এই প্যারিস আরও কিছু বলতে চেয়েছিল ইউরোপকে। 

যারা তাদের ক্লাব ফুটবলের আসরকে চাষাভুষার লিগ (ফার্মার্স লিগ) বলে আড়ালে নাক সিটকাত, যারা কিনা ফুটবলের ক্লাব ঐতিহ্য নেই বলে সুযোগ পেলেই খাটো করার চেষ্টা করত; সেই ইউরোপিয়ান প্রতিবেশীদের ফরাসি ক্লাবের সৌরভে মাত করে দিয়েছে পিএসজি (প্যারিস সেইন্ট জার্মেইন)। মিউনিখে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ৫-০ গোলে মতো দুমড়েমুচড়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম শিরোপা জিতে নিয়েছে পিএসজি। দেখিয়ে দিয়েছে মেসি-নেইমার-এমবাপ্পেদের মতো নক্ষত্র ভিড়িয়েও যে আলো তারা আইফেলের মাথায় জ্বালাতে পারেনি, সেখানে দেজিরে দোয়ে, সেনি মায়ুলুর মতো ‘লিটল স্টার’ দিয়েই পিএসজি বিশ্বকে অবাক করে দিয়েছে। হাকিমি, দেম্বেলে, দেন্নারোমার মতো ঝিকিমিকি তারাদের নিয়েই ‘সিটি অব লাইট’ এখন ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে সুখী শহর।

ভালোবাসার সেই শহরের দুই বিদেশিও বোধহয় এ মুহূর্তে সবচেয়ে গর্বিত দুই অতিথি। তাদের একজন স্পেনের লুই এনরিকে, অন্যজন কাতারের ধনকুবের নাসের আল খেলাইফি। প্যারিসের ক্লাবে ফুটবলের রঙ ছড়াতে চৌদ্দ বছর আগে তিনি এসেছিলেন পেট্রো ডলারের অঢেল ভান্ডার নিয়ে। কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের হয়ে ২০১১ সালে পিএসজির সভাপতি ও প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। ইব্রাহোমোভিচ থেকে শুরু করে কাভানির মতো তারকাদের ভিড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের মুকুট চেয়েছিলেন। নেইমারকে রেকর্ড অর্থে, মেসিকে সম্মান দেখিয়েও এনেছিলেন একটি ট্রফি পাওয়ার জন্য। এমবাপ্পের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন প্রায় সাত মৌসুমে। কিন্তু কয়েকবার সেমিফাইনাল এবং একবার ফাইনালে উঠেও কপাল খোলেনি তাদের। 

আশাভঙ্গ হয়ে এক সময় এমবাপ্পেও ‘আমি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে, এমন দলে যেতে চাই’ বলে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান। প্রকৃতির বিচার কিনা কে জানে, এমবাপ্পের ছেড়ে আসা সেই দলটিই এখন ইউরোপ সেরা। এক্স হ্যান্ডলে প্রাক্তনকে অভিনন্দন জানিয়েছেন এমবাপ্পে-নেইমার। কিন্তু কী কারণে যেন শুধু মেসিই নিশ্চুপ। আসলে পিএসজির এই অর্জনে ইতিহাসকে মনে রাখতে হবে এই নাসের আল খেলাইফিকে।

সেইন্ট জার্মেইন কখনও ভুলতে পারবে না কোচ এনরিককেও। তিনিই প্রথম তারকানির্ভর ব্যক্তিগত পারফরম্যান্সের মিথ ভেঙে পিএসজির লকার রুমে তারুণ্যনির্ভর একটি দল গড়ে তোলেন। এদিন ফাইনালে যে দলটি খেলেছে, এর গড় বয়স ২৪ বছর ৭ মাস। সেখানে ইন্টারের গড় বয়স ৩০ বছর ৪ মাস। ইন্টারের আট ফুটবলারের এর আগে চ্যাম্পিয়ন্স লিগ খেলার অভিজ্ঞতা ছিল। সেখানে এক মারকুইনহোস ছাড়া পিএসজির কেউ আগে এমন মঞ্চে পা রাখেননি। তাই ম্যাচ শুরুর আগে ধারাভাষ্যকার মজা করেই বলছিলেন ‘ম্যান ভার্সেস বয়েজ’-এর লড়াই হতে যাচ্ছে।
 
এনরিকে এই টগবগে তারুণ্য দিয়েই জয় করতে চেয়েছিলেন ফাইনালের মঞ্চ। বার্সার ইয়ামালের মতোই বছর উনিশের ফরাসি ফরোয়ার্ড দুয়েকে দিয়ে বাজিমাত করতে চেয়েছিলেন। দুটি গোল করার পাশাপাশি একটিতে অ্যাসিস্ট করে দুয়েই প্যারিসের আকাশে ‘ডায়মন্ড’ হয়ে ওঠেন। এমনিতে পজেশন ফুটবল কৌশলে বিশ্বাসী এনরিকে। একেকটি গোলে তাই ২০ থেকে ২৬টি পাসিং করতে দেখা যায় পিএসজিকে। এদিনও ম্যাচের ৫৯.

৩ শতাংশ বল তাদের দখলে ছিল। যেখানে গোলমুখে ২৩টি শট নিয়েছে পিএসজি, লক্ষ্যে ছিল আটটি। সেখানে ইন্টারের আট শটে লক্ষ্যে ছিল মাত্র দুটি। 

হাকিমির ট্যাপ ইনে প্রথম যে গোলটি পায় পিএসজি, সেখানে টাচ ছিল দুয়ের। পরের গোলটি দুয়ে তাঁর তীক্ষ্ণ উপস্থিতির সুযোগ লাগিয়ে পেয়ে যান। এবং তাঁর দ্বিতীয় গোলটি আসে অসাধারণ চিপ শটে। কুড়ি মিনিটের মধ্যে দুটি গোল খাওয়ার পর ইন্টারের থুরাম-লাওতারো আক্রমণ জুটি অসহায় হয়ে পড়ে। গ্যালারিতে প্যারিসের দর্শকরা কোরাস গাইতে শুরু করেন। কী নিয়ে তারা গান বেঁধেছিলেন জানা যায়নি, তবে সেটা ফরাসি মেলোডিতে জন টেলরের ছড়াটা একটু ঘুরিয়ে ‘টুইঙ্কেল টুইঙ্কেল প্যারিস স্টার...’ হলে নিশ্চিত মানিয়ে যেত!

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসজ ইন ট র র ফ টবল র এমব প প প এসজ র ফ ইন ল এনর ক ইউর প

এছাড়াও পড়ুন:

‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’

অন্তবর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সবাইকে ধৈর্য ধরে বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সারাদেশ এখন জাতীয় ঐক্য গড়ে তোলার অপেক্ষায় রয়েছে।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাহাঙ্গীরনগর বিবিদ্যালয়ে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এর আগে, অদম্য ২৪ উদ্বোধন করেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত জুলাইয়ের ভিডিও ও ফটো ডকুমেন্টারি উপভোগ করেন।

আরো পড়ুন:

জবির পরিত্যক্ত ডাস্টবিনগুলো সংস্কার করল ছাত্রদল

রাকসু থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্বে যারা

আদিলুর রহমান খান বলেন, “১ বছর আগে বাংলাদেশে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই পারে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে। বিচার প্রশ্নে বলতে চাই কোনো অবস্থাতেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকার বিচারের ক্ষেত্রে দুর্বলতা স্কোপ রাখবে না। খুব দ্রুতই বেশ কয়েকটি বিচারের কাজ দৃশ্যমান হবে।”

তিনি আরো বলেন, “তরুণ ছাত্র-জনতা ফ্যাসিবাদ থেকে মুক্তি এবং দেশকে বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। ছাত্র-জনতার মধ্যে ঐক্য গড়ে তোলার মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছে। সেই ঐক্য ধরে রাখতে হবে।” এছাড়া স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ বিভাজন ভুলে একাত্ম হওয়ার সুযোগ করে দিয়েছে বলেও মন্তব্য করেন।

সমাপনী বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “সংঘবদ্ধ আন্দোলনে ৫ আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। এর মানে এই নয় যে, অন্য যেকোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আর স্বর আপনারা শুনবেন না। আপনারা দেখবেন, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা সচেতন এবং কথা বলার ব্যাপারে উন্মুক্ত।”

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মধ্য দিয়ে আবার স্মরণ করিয়ে দিলাম, আমরা যদি বাংলাদেশে কোনো অশান্তি দেখি, বৈষম্য দেখি, পরাজয়ের কালো মেঘ দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য সংগ্রামীরা আবারো তাদের সেই কার্যক্রম শুরু করবে। গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, আবার বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ -উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ জাহাঙ্গীরনগরের সঙ্গে জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন।

ঢাকা/আহসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ