ইরান প্রশ্নে ইসরায়েলের চাপে যেভাবে অবস্থান বদলালেন ট্রাম্প
Published: 18th, June 2025 GMT
আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড ও দেশটির রাজনৈতিক নেতৃত্বের আলোচনার ওপর নজরদারি চালিয়ে গত মাসের শেষ নাগাদ একটি চমকপ্রদ সিদ্ধান্তে উপনীত হয়। আর সেটি হলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে শিগগির একটি আক্রমণের পরিকল্পনা করছেন; যুক্তরাষ্ট্র তাতে অংশ নিক বা না-নিক।
নেতানিয়াহু এক দশকেরও বেশি সময় ধরে বলে আসছিলেন যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছানোর আগেই তাদের বিরুদ্ধে একটি জোরালো সামরিক হামলা জরুরি। তবে অতীতে একাধিক মার্কিন প্রেসিডেন্ট, যারা মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের সম্ভাব্য পরিণতি নিয়ে শঙ্কিত ছিলেন, তাকে সব সময় নিরস্ত করেছেন এবং যুক্তরাষ্ট্র হামলায় অংশ নেবে না বলে জানিয়েছেন।
কিন্তু এবার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন ছিল নেতানিয়াহু শুধু ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সীমিত হামলার পরিকল্পনা করছেন না, বরং এমন একটি বৃহৎ আকারের হামলার প্রস্তুতি নিচ্ছেন, যা ইরানি শাসনব্যবস্থাকেই হুমকির মুখে ফেলতে পারে এবং তিনি এককভাবেই এগোতে প্রস্তুত।
আরো পড়ুন:
প্রশ্ন হলো, ইসরায়েলের পক্ষে ট্রাম্প সমর্থন কতটা জোরালো করতে চান
আলজাজিরার বিশ্লেষণ: ইরান-ইসরায়েল সংঘাতের বৈশ্বিক প্রভাব
ট্রাম্পের সামনে কঠিন সিদ্ধান্ত
এই গোয়েন্দা তথ্যের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হন। তিনি ইরানকে কূটনৈতিকভাবে পারমাণবিক কর্মসূচি ত্যাগে রাজি করাতে আগ্রহী ছিলেন এবং এর আগেই এপ্রিলে নেতানিয়াহু যখন হামলার পক্ষে সওয়াল করেন, তখন সেটি প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। মে মাসের শেষ দিকে এক উত্তেজনাপূর্ণ ফোনালাপে ট্রাম্প আবার নেতানিয়াহুকে একতরফা হামলার বিরুদ্ধে সতর্ক করেন।
তবে গত কয়েক সপ্তাহে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের কাছে ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে যে, এবার নেতানিয়াহুকে থামানো হয়তো আর সম্ভব নয়। একই সময়ে ট্রাম্প প্রশাসন ইরানকে নিয়েও বিরক্ত হয়ে পড়ে।
ইসরায়েলের দাবির বিপরীতে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো নতুন গোয়েন্দা তথ্য জানতেন না, যা প্রমাণ করত যে ইরান দ্রুত পারমাণবিক বোমা তৈরির দিকে এগোচ্ছে। কিন্তু যখন স্পষ্ট হয়ে ওঠে যে, তাদের হাতে আর পরিস্থিতির নিয়ন্ত্রণে নেই, তখন ট্রাম্পের উপদেষ্টারা বিভিন্ন বিকল্প বিবেচনা করতে শুরু করেন।
এক দিকে ছিল কিছু না করে চুপচাপ বসে থাকা এবং পরে দেখা ইরান কতটা ক্ষতিগ্রস্ত হয়, তারপর করণীয় ঠিক করা। আরেক দিকে ছিল ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে সরাসরি হামলায় অংশ নেওয়া, এমনকি শাসনব্যবস্থার পরিবর্তনের পথে যাওয়া।
ট্রাম্প শেষমেশ মাঝামাঝি একটি পথ বেছে নেন; তিনি ইসরায়েলকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে গোপন সহায়তা দেওয়ার প্রস্তাব দেন, যাতে তারা হামলা চালাতে পারে। এরপর তেহরানের ওপর চাপ বাড়িয়ে দেন যেন তারা দ্রুত আলোচনায় বসে এবং ছাড় না দিলে সামরিক আঘাত অব্যাহত থাকবে- এমন হুমকি দেন।
ইসরায়েল হামলা শুরু করার পাঁচ দিন পরও ট্রাম্পের অবস্থান দোদুল্যমান রয়ে গেছে।
ট্রাম্পের বিবেচনায় মার্কিন যুদ্ধবিমান পাঠানোর বিষয়
এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গম্ভীরভাবে বিবেচনা করছেন, ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে জ্বালানি ভরার সহায়তা দিতে এবং ইরানের গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোরদোতে ৩০ হাজার পাউন্ডের বোমা নিক্ষেপে সহায়তার জন্য মার্কিন বিমান পাঠানোর ব্যাপারে।
এই ইসরায়েলি হামলার পেছনের ঘটনা হলো: দুই নেতা- ট্রাম্প ও নেতানিয়াহু, যারা উভয়েই ইরানকে পারমাণবিক বোমা অর্জন থেকে বিরত রাখতে একমত, কিন্তু একে অপরের উদ্দেশ্য নিয়ে সন্দিহান ছিলেন।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পারস্য উপসাগরীয় অঞ্চলের দুই ডজন কর্মকর্তার সাক্ষাৎকার থেকে উঠে এসেছে, ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফেরার পর পররাষ্ট্রনীতিতে প্রথম সংকট তৈরি হয় নেতানিয়াহুকে থামানো উচিত কি না এবং কীভাবে তা করা যায়, সেটি নিয়ে দ্বিধাগ্রস্ত অবস্থা। ট্রাম্প নিজের অনুগতদের নিয়ে একটি অনভিজ্ঞ উপদেষ্টা দল গঠন করে পরিস্থিতির মোকাবিলার চেষ্টায় নামে।
মঙ্গলবার (১৭ জুন) ভোরে কানাডার জি-৭ সম্মেলন থেকে দ্রুত ওয়াশিংটনে ফিরে আসার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, গোয়েন্দা তথ্যসংক্রান্ত জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের এক বক্তব্যে তিনি দ্বিমত পোষণ করেন। গ্যাবার্ড তাকে বলেছিলেন, ইরান সরাসরি পারমাণবিক অস্ত্র বানাতে যাচ্ছে এমন প্রমাণ এখনো গোয়েন্দা সংস্থার কাছে নেই। ট্রাম্প উত্তরে বলেন, “আমি ওসব শুনতে চাই না। আমার মনে হয়, ওরা খুব কাছাকাছি পৌঁছে গেছে।”
এই বিষয়ে মন্তব্য চাইলে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট এর আগেও বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।
জুন ৮: ক্যাম্প ডেভিডে সংকট মূল্যায়ন
জুনের ৮ তারিখ, ক্যাম্প ডেভিডে এক উচ্চপর্যায়ের বৈঠকে ট্রাম্প তার উপদেষ্টাদের নিয়ে ইরান-ইসরায়েল পরিস্থিতি পর্যালোচনা করেন। ওই বৈঠকে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ সোজাসাপ্টা বলেন, ইসরায়েল শিগগিরই ইরানে হামলা চালাতে চলেছে, যুক্তরাষ্ট্র এতে থাকুক বা না-থাকুক।
আসলে, মে মাসের শেষ দিকে গোয়েন্দা তথ্য থেকেই বোঝা যাচ্ছিল যে, ইসরায়েল একটি বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুগপৎ দায়িত্বে থাকা মার্কো রুবিও প্রেসিডেন্টকে বিকল্প সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতির কথা বলেন, যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।
জুন ৯: নেতানিয়াহুর ফোন
এর পরদিন ৯ জুন, ট্রাম্প ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। তিনজন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, নেতানিয়াহু পরিষ্কার জানান, মিশন এখন যাত্রার জন্য প্রস্তুত। তিনি বলেন, ইরানের মাটিতে ইতোমধ্যে ইসরায়েলের বাহিনী কাজ করছে।
ইসরায়েলি সামরিক কৌশলের সৃজনশীলতা দেখে ট্রাম্প মুগ্ধ হন। যদিও কোনো প্রতিশ্রুতি দেননি, তবে ফোন রাখার পর তিনি উপদেষ্টাদের বলেন, “আমার মনে হচ্ছে, আমাদের তাকে সহায়তা করতে হতে পারে।”
সিদ্ধান্তের দ্বিধা
তবু ট্রাম্প দ্বিধায় ছিলেন। তিনি চেয়েছিলেন ইরানকে নিজের কৌশলে সামলাতে, নেতানিয়াহুর ছায়ায় নয়। নিজেকে একজন দক্ষ সমঝোতাকারী মনে করেন ট্রাম্প। কিন্তু শেষমেষ তার মনে হচ্ছিল, ইরান তাকে শুধু সময়ক্ষেপণ করাচ্ছে।
গোটা বিষয়টিতে ট্রাম্প তার দলের কিছু ‘অ-হস্তক্ষেপবাদী’ অংশের মতো নন, যারা মনে করেন পারমাণবিক অস্ত্র থাকলেও ইরানকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বরং নেতানিয়াহুর মতো তিনিও বিশ্বাস করে বসেন, ইরান ইসরায়েলের জন্য একটি অস্তিত্বগত হুমকি।
ইসরায়েলের প্রস্তুতি আগে থেকেই
ইসরায়েল মূলত ডিসেম্বর থেকেই ইরান আক্রমণের পরিকল্পনা করছিল, যখন হিজবুল্লাহ (ইরানের ছায়া শক্তি) ধ্বংস হয়ে যায় এবং সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে, যার ফলে ইরানের ওপর বোমাবর্ষণের জন্য আকাশপথ খুলে যায়।
এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এক ক্রমবর্ধমান জটিল পরিস্থিতির মধ্যে আটকে পড়েছেন, যেখানে সিদ্ধান্তের প্রতিটি পথই এক দিকে যুদ্ধের দিকে নিয়ে যায়, আবার অন্য দিকে তার কূটনৈতিক প্রচেষ্টার পতনের আশঙ্কাও তৈরি করে।
ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাৎ
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৪ ফেব্রুয়ারি প্রথমবার হোয়াইট হাউসে যান। ওভাল অফিসে ট্রাম্পকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ছবি দেখান নেতানিয়াহু।
ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরান এখন আরো দ্রুত ও কম পরিশীলিত পদ্ধতিতে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। তাদের যুক্তি ছিল, ইরান যত দুর্বল হয়ে পড়ছে, ততই তারা বোমার কাছাকাছি যাচ্ছে।
নেতানিয়াহুর সফরসঙ্গীরা ট্রাম্পকে আরো একটি যুক্তি দেন: যদি আপনি চান কূটনীতি সফল হোক, তবে আগে একটি শক্তিশালী সামরিক প্রস্তুতি থাকতে হবে, যাতে দরকষাকষিতে বাস্তব চাপ সৃষ্টি হয়।
ব্যক্তিগতভাবে তারা চিন্তিত ছিলেন যে, ট্রাম্প হয়তো ইরানের সঙ্গে এমন একটি দুর্বল চুক্তি করে বসবেন, যা পর্যাপ্ত নয় এবং তারপর সেই চুক্তিকেই ‘মিশন অ্যাকমপ্লিশড’ ঘোষণা করবেন।
নভেম্বরে পুনর্নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উইটকফকে মধ্যপ্রাচ্য দূত হিসেবে নিয়োগ দেন এবং ইরানের সঙ্গে সমঝোতা গঠনের দায়িত্ব দেন।
রাজনৈতিক জটিলতা এবং প্রশাসনিক পার্থক্য
ট্রাম্প জানতেন, ইসরায়েল-ইরান ইস্যু তার নিজস্ব রাজনৈতিক জোটকে বিভক্ত করতে পারে। এক দিকে ছিলেন টাকার কার্লসনের মতো অ-হস্তক্ষেপবাদী কণ্ঠস্বর; অন্যদিকে ছিলেন মার্ক লেভিনের মতো কট্টর ইরানবিরোধী রক্ষণশীলরা।
তবে প্রশাসনের ভেতরে এই মেয়াদে আদর্শগত বিভাজন আগের মতো তীব্র ছিল না। আগের দফায় যেমন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বা পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ট্রাম্পকে লাগাম পরাতে চাইতেন, এবার তেমন কেউ ছিলেন না।
ওমানে শুরু হয় কূটনৈতিক আলাপ
এপ্রিলে উইটকফ ও পররাষ্ট্র দপ্তরের নীতিনির্ধারণ পরিচালক মাইকেল অ্যানটন ওমানের মাধ্যমে ইরানের সঙ্গে গোপন আলোচনা শুরু করেন। মে মাসের শেষ নাগাদ ইরানকে একটি লিখিত প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।
প্রস্তাবে বলা হয়, ইরানকে ধাপে ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং একটি আঞ্চলিক কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব দেওয়া হয়; যেখানে পারমাণবিক শক্তি উৎপাদনে ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো অংশ নেবে।
কূটনীতি চালিয়েও ট্রাম্প সামরিক বিকল্পে আস্থা রাখেন
যদিও ট্রাম্প কূটনৈতিক পথেই সমাধান চাচ্ছিলেন, তবু ইসরায়েলিদের একটি বক্তব্য তার মনে দাগ কাটে: একটি বিশ্বাসযোগ্য সামরিক হুমকি থাকলে দরকষাকষির ক্ষেত্রে তা কার্যকর হবে।
ফেব্রুয়ারির মাঝামাঝি ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইউএস সেন্ট্রাল কমান্ড প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা তিনটি সামরিক বিকল্প প্রস্তুত করেন:
১.
২. ইসরায়েলি-মার্কিন যৌথ হামলা;
৩. যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ হামলা, যেখানে ইসরায়েল সহায়ক শক্তি হিসেবে থাকবে।
এই শেষ বিকল্পে যুক্তরাষ্ট্রের বি-১ ও বি-২ বোমারু বিমান, বিমানবাহী রণতরীর জেট এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল ব্যবহারের পরিকল্পনা ছিল।
নেতানিয়াহুর ধৈর্যচ্যুতি ও ট্রাম্পের প্রতিরোধ
তবে ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা চলাকালেই নেতানিয়াহু অধৈর্য হয়ে পড়েন। এপ্রিল মাসে তিনি হোয়াইট হাউসে হঠাৎ এক সফরে এসে ফোরদোর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাটি ধ্বংসের জন্য ‘বাঙ্কার-বাস্টার’ বোমা চেয়ে বসেন।
ট্রাম্প এতে রাজি হননি। এরপর তার প্রশাসন জোর প্রচেষ্টা চালায় ইসরায়েল যেন একতরফাভাবে আগ্রাসনে না যায়।
ট্রাম্প চিন্তিত ছিলেন নেতানিয়াহু তার চুক্তির ফলাফল পছন্দ না করলে নিজেই হামলা শুরু করে দেবে। একইসঙ্গে আশঙ্কা ছিল, ইসরায়েল যদি হামলা চালিয়েও ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংসে ব্যর্থ হয়, তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
ইরান চুক্তি প্রত্যাখ্যান করে
মে থেকে জুনে পৌঁছাতে পৌঁছাতে উইটকফ তার সহকর্মীদের জানান, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। কিন্তু ৪ জুন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তখন ট্রাম্পের উপদেষ্টারা বুঝতে পারেন, ইরান সম্ভবত আলোচনায় আন্তরিক নয়।
ট্রাম্প তখনো প্রকাশ্যে কূটনীতির গুরুত্বের কথা বলছিলেন। তবে এটি ইরানকে আশ্বস্ত করতে নয়, বরং যেন তারা ‘হাই অ্যালার্টে’ না যায়, সেই কৌশল হিসেবেই তা করা হচ্ছিল।
হামলার আগের দিন
কিন্তু ১২ জুন আলোচনায় আর কোনো অগ্রগতির ইঙ্গিত ছিল না। ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা তখন জানতেন, পরদিনই হামলা শুরু হবে।
হামলা চলাকালে হোয়াইট হাউস ‘সিচুয়েশন রুমে’ ট্রাম্প
শুক্রবার (১৩ জুন) ইসরায়েল যখন ইরানের ওপর প্রথম দফার হামলা শুরু করে, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ছিলেন। সেই মুহূর্তেও তিনি তার সব বিকল্প খোলা রেখেছিলেন। একই দিন তিনি উপদেষ্টাদের ও ঘনিষ্ঠজনদের বলছিলেন, তিনি এখনো ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চান।
হামলার পর যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রথম আনুষ্ঠানিক বিবৃতি আসে ট্রাম্পের কাছ থেকে নয়, বরং রুবিওর পক্ষ থেকে। তিনি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি অভিযান থেকে দূরে রাখার ইঙ্গিত দেন এবং একজন মিত্র রাষ্ট্রের পাশে দাঁড়ানোর কোনো উল্লেখ করেননি, যদিও তখন থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থা ইসরায়েলকে সহায়তা দিচ্ছিল।
ট্রাম্পের অবস্থান বদলাতে থাকে
তবে রাত গড়াতেই যখন ইসরায়েল একের পর এক নিখুঁত হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতাদের ও কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানে, তখন ট্রাম্প তার প্রকাশ্য অবস্থান পুনর্বিবেচনা করতে শুরু করেন।
শুক্রবার (মধ্যপ্রাচ্যে শনিবার) সকালে ঘুম থেকে উঠে ট্রাম্প দেখেন, ফক্স নিউজ পুরো সম্প্রচারে ইসরায়েলের সামরিক সাফল্য প্রচার করছে, যাকে তারা ‘সামরিক প্রতিভার’ নিদর্শন হিসেবে জাহির করছিলেন। ট্রাম্প তখন নিজেও কিছু কৃতিত্ব দাবি করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি।
গোপনীয় কথোপকথন ও সম্ভাব্য আরো বড় পদক্ষেপ
সংবাদকর্মীদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প ইঙ্গিত দিতে শুরু করেন, এই যুদ্ধে তার ভূমিকা সাধারণ মানুষের ধারণার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।
বেসরকারিভাবে তিনি কিছু ঘনিষ্ঠজনকে বলেন, তিনি এখন ইসরায়েলের আগের অনুরোধ অর্থাৎ ফোরদোর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাটি ধ্বংসের জন্য মার্কিন ‘বাঙ্কার-বাস্টার’ বোমা সরবরাহ করার দিকে আরো গভীরভাবে ঝুঁকছেন। এটি একটি বড় ধাপ, যার অর্থ হতে পারে সরাসরি মার্কিন সামরিক সম্পৃক্ততা।
ঢাকা/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল য ক তর ষ ট র র প রস ত ত উপদ ষ ট র পরর ষ ট র ক টন ত ক প রস ত ব পর স থ ত অবস থ ন ন র ওপর ইসর য় ল ন ইসর য মন ত র ঘন ষ ঠ র জন য সহ য ত ব কল প দ র বল
এছাড়াও পড়ুন:
শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা
বলিউড বাদশা শাহরুখ খান। অভিনয় গুণে কোটি কোটি ভক্তের হৃদয়ে দোলা দিয়েছেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতি যেমন পেয়েছেন, তেমনি আয় করেছেন মোটা অঙ্কের অর্থও। রবিবার (২ নভেম্বর) ৬০ বছর পূর্ণ করে একষট্টিতে পা দেবেন এই তারকা।
অভিনয় ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাহরুখ খান। তাদের মধ্যে অন্যতম জুহি চাওলা। ‘রাজু বান গায়া জেন্টলম্যান’, ‘রামজানে’, ‘ডর’, ‘ইয়েস বস’, ‘ডুপ্লিকেট’সহ আরো কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। একসঙ্গে অভিনয় ছাড়াও, এই দুই তারকা বাস্তব জীবনে খুবই ভালো বন্ধু। কেবল তাই নয়, ব্যবসায়ীক অংশীদারও তারা।
আরো পড়ুন:
শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
পাকিস্তানের সন্ত্রাসী তালিকায় সালমান খান কেন?
বন্ধু শাহরুখের জন্মদিন উপলক্ষে হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেছেন জুহি। এ আলাপচারিতায় স্মৃতিচারণ তো করেছেনই, পাশাপাশি শাহরুখের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
শাহরুখের সঙ্গে প্রথম পরিচয়ের বিষয়ে জুহি চাওলা বলেন, “আমি যখন প্রথম ‘রাজু বান গায়া জেন্টলম্যান’ সিনেমায় চুক্তিবদ্ধ হই, তখন সহপ্রযোজক বিবেক ভাসওয়ানি আমাকে বলেছিলেন, ‘আমার নায়ক দেখতে আমির খানের মতো।’ আমি শাহরুখকে দেখে ভীষণ অবাক হয়েছিলাম। দেখি, শাহরুখের চুল চোখের ওপরে নেমে এসেছে। আর সে একেবারেই আমার কল্পনার সেই ‘চকলেট বয়’ নয়! যখন কাজ শুরু করি, তখন বুঝতে পারি, সে একদম নতুন অভিনেতাদের মতো নয়, সে পরিশ্রমী, দিনে তিন শিফটে কাজ করছে।”
একটি ঘটনা বর্ণনা করে জুহি চাওলা বলেন, “আমার মনে আছে, ‘ইয়েস বস’ সিনেমার শুটিংয়ের সময়, কোনো দৃশ্য ঠিকমতো লেখা না থাকলে পরিচালক আজিজজি (আজিজ মির্জা) বলতেন, ‘শাহরুখ আসুক, সব ঠিক হয়ে যাবে।’ রোমান্স আর মজার মিশেলে থাকা দৃশ্যগুলো আমাদের সবচেয়ে ভালো ছিল। সেই সূত্রেই আমরা অনেকগুলো সিনেমায় একসঙ্গে কাজ করেছি।”
শাহরুখের পাশে অবস্থান করলে সাবধান থাকার কথার কথা বলেছেন জুহি। হাসতে হাসতে এ অভিনেত্রী বলেন, “শাহরুখের আশেপাশে থাকলে সাবধানে থাকবেন। কারণ সে কথা দিয়ে আপনাকে যেকোনো কিছু করাতে রাজি করিয়ে ফেলতে পারে। ওর কথাবলার ভঙ্গি এমন যে, আপনি ‘না’ বলতেই পারবে না। আমি ‘ডুপ্লিকেট’ সিনেমা করতে চাইছিলাম না, কারণ সেখানে আমার তেমন কিছু করার ছিল না। আমরা তখন আরেকটি সিনেমার শুটিং করছিলাম, আর শাহরুখ আমাকে সিঁড়িতে বসিয়ে দুই ঘণ্টা বোঝায় এবং আমি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হই। সে আপনাকে যেকোনো কিছু করতে রাজি করাতে পারে, তাই সাবধানে থাকবেন।”
শাহরুখ খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে জুহি চাওলা বলেন, “অফস্ক্রিনে আমাদের সম্পর্কেও উত্থান-পতন রয়েছে। কিন্তু সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে আমাদের যুক্ত রেখেছেন, এমনকি আইপিএলের মাধ্যমেও। আমাদের বন্ধন কোনো পরিকল্পনার ফল নয়, এটা একেবারেই ভাগ্যের ব্যাপার।”
শাহরুখ খানের সঙ্গে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহ-মালিক জুহি ও তার স্বামী জয় মেহতা। এই দলের পেছনে জুহি বিনিয়োগ করেছেন ৬২৯ কোটি রুপি। বর্তমানে এই দলটির মূল্য আছে ৯ হাজার ১৩৯ কোটি রুপি। শাহরুখ খানের সঙ্গে ‘রেড চিলিস গ্রুপ’ প্রতিষ্ঠা করেন জুহি।
১৯৬৫ সালে ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তার শৈশবের প্রথম পাঁচ বছর কেটেছে ম্যাঙ্গালুরুতে। শাহরুখের দাদা ইফতিখার আহমেদ স্থানীয় পোর্টের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। যার কারণে সেখানে বসবাস করেন তারা। শাহরুখের বাবার নাম তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা।
দিল্লির হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন শাহরুখ খান। তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গণযোগাযোগ বিষয়ে মাস্টার্সে ভর্তি হন। কিন্তু অভিনয় জীবন শুরু করার কারণে পড়াশোনা ছেড়ে দেন তিনি। তবে বলিউডে ক্যারিয়ার শুরুর দিকে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা-তে ভর্তি হন এই শিল্পী।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। রোমান্টিক ঘরানার এ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। সিনেমাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শাহরুখ।
একই বছর ‘চমৎকার’, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গায়া জেন্টলম্যান’ সিনেমায় অভিনয় করেন শাহরুখ। তার পরের বছর ‘ডর’ ও ‘বাজিগর’ সিনেমায় অভিনয় করে নিজের জাত চেনান শাহরুখ। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হন কোটি ভক্ত; পৌঁছে যান সাফল্যের চূড়ায়। তার অভিনয়ের খ্যাতি আরো বাড়তে থাকে যশরাজ ফিল্মসের সিনেমায় ধারাবাহিকভাবে অভিনয় করে। একের পর এক হিট সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ। যদিও তার এই সফলতার জার্নির গল্প মোটেও সহজ ছিল। আর সে গল্প সবারই জানা।
অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা পেয়েছেন শাহরুখ খান। তার মধ্যে মোট পনেরোবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন তিনি। এর মধ্যে আটবার সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি। হিন্দি সিনেমায় বিশেষ অবদানের জন্য ২০০২ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন মোট পাঁচবার। তবে শাহরুখ খানের ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে অধরা ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলতি বছর ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শাহরুখ।
ঢাকা/শান্ত