মধ্য রাতে হাতির হামলায় ভাই নিহত, বোন আহত
Published: 18th, June 2025 GMT
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বন্য হাতির হামলায় আবদুর রহমান নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বোন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের মইত্তাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগের ঈদগড় রেঞ্জ কর্মকর্তা তৌকির হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈদগড় ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত মধ্য রাতে আমির হামজার বাড়িতে বন্য হাতি হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যরা ভয়ে ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে আমির হামজার দেড় বছরের শিশু আবদুর রহমান প্রকাশ সাদ মনি ও মেয়ে বিলকিস আকতার (১০) হাতির আক্রমণে গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আবদুর রহমানের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেওয়ার পথে আজ বুধবার ভোরে মারা যায় শিশু আবদুর রহমান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আবদ র রহম ন
এছাড়াও পড়ুন:
গোল ঠেকান, শিরোপা জেতান—তবু দোন্নারুম্মা, এদেরসনদের কদর কম কেন
আপনি গোলরক্ষক। তাহলে আপনার মতো দুর্ভাগা আর কে আছে!
কেন এমন বলা, সেটি বোঝার জন্য এবারের দলবদল মৌসুমে একটু চোখ বোলালেই হবে। এবারের গ্রীষ্মকালীন দলবদল আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে—বিশ্বসেরা গোলরক্ষক হলেও দলবদলের বাজারে খুব একটা কদর মেলে না। মাঠের অন্য পজিশনের খেলোয়াড়দের তুলনায় তাঁদের গুরুত্ব নেই বললেই চলে।
সবচেয়ে বড় উদাহরণ পিএসজির জিয়ানলুইজি দোন্নারুম্মা। পাশাপাশি ম্যানচেস্টার সিটির এদেরসন ও এসি মিলানের মাইক মাইনিয়ঁর কথাও বলা যায়। এ তিনজনই নিঃসন্দেহে বিশ্বের সেরা ১০ গোলরক্ষকের মধ্যে পড়েন। অনেকের চোখে আবার সেরা পাঁচেই জায়গা তাঁদের। কিন্তু তাঁরা যদি ফরোয়ার্ড, মিডফিল্ডার বা ডিফেন্ডার হতেন, তাহলে তাঁদের এজেন্টদের ফোন বেজেই চলত। আর তাঁদের ক্লাব চুক্তি নবায়নের জন্য পাগল হয়ে উঠত।
কিন্তু গোলকিপার হওয়ায় তাঁদের বাস্তবতা ভিন্ন। পিএসজি ইতিমধ্যেই লিলের তরুণ গোলরক্ষক লুকাস শেভালিয়েকে নিতে যাচ্ছে (যদিও এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি)। ম্যানচেস্টার সিটিও বার্নলির জেমস ট্রাফোর্ডকে এনেছে গোলরক্ষকদের জন্য ব্রিটিশ ট্রান্সফার ফি রেকর্ড গড়ে। দোন্নারুম্মার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের, এদেরসনের জন্য গালাতাসারাইয়ের, আর মাইনিয়ঁর জন্য চেলসির আগ্রহের কথা শোনা গেলেও কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি।
পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা