শেখ হাসিনা আমলের সরকার ব্যবস্থার রীতি পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ‘সৈরাচারী হাসিনা সরকারের এই রীতি পরিবর্তনই রাষ্ট্র সংস্কার। হাসিনার ফ্যাসিবাদ তন্ত্রের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি।’

শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুই দশকে পদার্পণ উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন ও সভাপতি ইমরান হুসাইনের সভাপতিত্বে বিশেষ আলোচকের বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে সবাই ভূমিকা রেখেছে। কোনো দলের কাছে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রীয়ভূত ছিল না। ২০২৪ ও ২০১৮ সালের আন্দোলনে সকল স্তরের জনগণের অংশগ্রহণ ছিল। এবারের গণঅভ্যুত্থানে সকল স্তরের মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছে।’

ছাত্ররাজনীতির বিষয়ে তিনি বলেন, ‘মেধার ভিত্তিতে জ্ঞানচর্চার প্রতিযোগিতামূলক রাজনীতি করতে হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সেই নোংরা রাজনীতি এখন পরিহার করতে হবে। ছাত্র রাজনীতিতে পরিবর্তন আনতে হবে।’

রাশেদ খান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একতার মতোই নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।’

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.

সাবিনা শরমীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন, জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।

আলোচনা সভায় আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব শহীদ চৌধুরী এ্যানি, বাংলাদেশ জামায়েত ইসলামির ঢাকা মহানগর দক্ষীনের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ নিজামুল হক নাঈম।

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র ব যবস থ র জন ত

এছাড়াও পড়ুন:

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে স্টার সিনেপ্লেক্স

দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স সাধারণত সারা বছরই খোলা থাকে। ছুটির দিন হোক কিংবা উৎসব—দর্শকের ভিড়েই জমজমাট প্রেক্ষাগৃহ। কিন্তু এবার বিশেষ একটি দিন উপলক্ষে ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। 

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, ৫ আগস্ট (জুলাই গণঅভ্যুত্থান দিবস) তাদের সকল শাখা একদিনের জন্য বন্ধ থাকবে। পরের দিন (৬ আগস্ট) থেকে আবারো সব শাখায় সাধারণ কার্যক্রম ও প্রদর্শনী শুরু হবে।  

বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “৫ আগস্ট সরকারিভাবে ছুটি ঘোষণা হয়েছে। তবে আমাদেরকে আলাদাভাবে বন্ধ রাখার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই আমরা দিনটিতে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আর কোনো বাট বা কিন্তু নেই।” 

আরো পড়ুন:

মেয়েকে অবহেলার গুঞ্জনে ক্ষুব্ধ পরীমণির কড়া জবাব

দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব, শাকিব প্রসঙ্গে জয়

উল্লেখ্য, সরকারি ছুটির দিনেও সাধারণত মাল্টিপ্লেক্সগুলো বন্ধ থাকে না। কারণ, সেসব দিনই মূলত দর্শকের ভিড় বেশি হয়। তাই এই ঘোষণাকে স্টার সিনেপ্লেক্সের একটি সচেতন এবং ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন অনেকেই।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই গণঅভ্যুত্থান দিবস: মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠান চলছে
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্মৃতিস্তম্ভে মহানগর যুবদলের পুষ্পস্তবক অর্পণ
  • গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের ধস্তাধস্তি
  • জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারী ১৮৯ ছাত্রলীগ নেতাকর্মীর শাস্
  • ওয়ান ইলাভেনের দিকে যাবে দেশ: এবি পার্টি
  • শহীদদের স্মরণ ও শ্রদ্ধায় সারা দেশে পালিত হচ্ছে গণঅভ্যুত্থান দিবস
  • ‘এত বড় আন্দোলনের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য বিরাট পাওয়া’
  • শেকল ভাঙার দিন আজ 
  • জুলাই গণঅভ্যুত্থান: সিরাজগঞ্জে ৪ আগস্ট নিহত হয় ২৯ জন
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে স্টার সিনেপ্লেক্স