কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে মাথাভাঙ্গা নদী। একসময়ের প্রমত্ত এ নদী এখন ধুঁকছে। তার রূপ-যৌবন সবই যেন কেড়ে নিয়েছে এক অদৃশ্য শক্তি, যার নাম ‘কোমরবাঁধ’। পদ্মা নদীর অন্যতম প্রধান এই শাখানদীর বুকজুড়ে আজ কেবলই প্রভাবশালী মহলের পাতা মাছ ধরার ফাঁদ। কুমার, ভৈরব, চিত্রা ও নবগঙ্গার উৎসস্থল হচ্ছে মাথাভাঙ্গা। এ নদীর বর্তমান দশা আরও নদ–নদীর জন্য দুঃসময় ডেকে এনেছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ১৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের মাথাভাঙ্গা নদীর ৭২ কিলোমিটারের বেশি অংশ পড়েছে চুয়াডাঙ্গা জেলার মধ্যে। বর্ষায় ৯ দশমিক ৫ মিটার গভীরতা থাকলেও শুষ্ক মৌসুমে তা কমে দাঁড়ায় মাত্র ১ দশমিক ২৫ মিটারে। ফলে নৌকা চলাচল তো দূরের কথা, নদীর অনেক অংশ শুকিয়ে যায়। আর এই সুযোগেই নদীর দুই পাড়ের প্রভাবশালীরা গাছের ডাল, বাঁশ ও চায়না দুয়ারি জাল দিয়ে তৈরি করছেন অসংখ্য কোমরবাঁধ। তালতলা থেকে সুলতানপুর, এমনকি আলমডাঙ্গা পর্যন্ত এই বাঁধগুলোর অবাধ বিস্তার, যা নদীর পানিপ্রবাহকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।
আশাদুল ইসলামের মতো কোমরবাঁধের মালিকদের সরল স্বীকারোক্তি, ‘কোমর দিয়া অন্যায়, ইডা আমার জানা ছিল না। লোকে দ্যায়, তাই মাছ শিকার করার জন্নি দিইচি। সরকার মানা কল্লি তুলে ফেলব।’ এই অজ্ঞতা বা উদাসীনতাই কি আমাদের প্রাকৃতিক সম্পদ বিনাশের কারণ? এই বাঁধগুলো শুধু যে নদীর নাব্যতা কেড়ে নিচ্ছে তা নয়, মাছের স্বাভাবিক জীবনচক্রেও ব্যাঘাত ঘটাচ্ছে। অভয়াশ্রম ভেবে মাছেরা এই বাঁধে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত তাকে যেভাবে শিকার হতে হয়, তা মাছের প্রজননকে বাধাগ্রস্ত করে।
মাথাভাঙ্গাকে বাঁচাতে অনেক আন্দোলন হলেও নদীটিকে রক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। এই নীরবতা আর উদাসীনতার ফল ভোগ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মাথাভাঙ্গাকে রক্ষা করতে না পারলে এর শাখানদ-নদীগুলোও মানচিত্র থেকে একদিন হারিয়ে যাবে। যার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ভোগ করতে হবে এই জনপদের মানুষকে।
স্থানীয় প্রশাসনকে অবিলম্বে এই কোমরবাঁধ অপসারণে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের বেআইনি কাজ করতে না পারে, তার জন্য কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে। অনেকগুলো শাখানদী থাকায় মাথাভাঙ্গার গুরুত্ব অপরিসীম। ফলে এ নদী সুরক্ষার জন্য বাড়তি মনোযোগের দাবি করে। আমরা আশা করব, চুয়াডাঙ্গার প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে তৎপর হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক মরব
এছাড়াও পড়ুন:
ধানমন্ডি ৩২ নম্বরে যান চলাচল স্বাভাবিক
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে অবস্থানরত বিক্ষোভকারীদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এরপরই এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে পৌনে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে, দুপুর ২টার বিক্ষোভকারীরা ৩২ নম্বরে অবস্থান নিলে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শেখ হাসিনার রায়কে ঘিরে এদিন সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে।
বিক্ষোভকারীরা দুপুরের দিকে দুটি এস্কাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যান। কিন্তু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার কারণে বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙতে পারেননি তারা।
ঢাকা/রায়হান/রাজীব