রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া নিজ কক্ষের ওয়ার্ডরোব থেকে তানিয়া আক্তার বুলু (২৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তানিয়া বরিশাল বন্দর থানার রায়পুর গ্রামের দুলাল সরদারের মেয়ে। তিনি ওই গ্রামের সরোয়ার মণ্ডলের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
স্থানীয়রা জানান, তানিয়া মঙ্গলবার সকালের পর কক্ষ থেকে বের হননি। সন্ধ্যার দিকে সন্দেহ হলে বাড়ির মালিক সরোয়ার মণ্ডলকে খবর দেন স্থানীয়রা। তিনি তানিয়ার কক্ষে গিয়েও তাকে খুঁজে পাননি। তবে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। একপর্যায়ে ঘরের ওয়ার্ডরোবের তালা ভেঙে ভেতরে তানিয়ার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ সময় থানা-পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ফোনের চার্জারের তার পেঁচিয়ে হত্যার পর মরদেহটি ওয়ারড্রবের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। আর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
.উৎস: Samakal
কীওয়ার্ড: র মরদ হ
এছাড়াও পড়ুন:
মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় জেসিয়া তাঁর পোশাকে লিখলেন ‘মাছে ভাতে বাঙালি’
ছবি: ইনস্টাগ্রাম থেকে