খেলাধুলার মাধ্যমে তরুণদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে : সজল
Published: 25th, June 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, “গত ১৭ বছর ধরে আমরা একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি। এই সময়ে ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণের মাধ্যমে তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে। কিশোর গ্যাং সৃষ্টি ও মাদক বিস্তারের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করা হয়েছে।”
তিনি বলেন, “আমাদের এখনই উদ্যোগ নিতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আমাদের সন্তানদের একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে হবে।”
হাজীগঞ্জ প্রিমিয়ার লিগ - ২০২৫ ( সিজন - ১) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
গতকাল সন্ধ্যা সাতটায় শহরের হাজীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন মাঠে উদয়ন গ্রুপের আয়োজনে ও পদক্ষেপ পাঠাগারের সৌজন্যে এই টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়।
মনিরুল ইসলাম সজল আরও বলেন, বিএনপি সরকারের সময় ক্রীড়াক্ষেত্রে সর্বাধিক অগ্রগতি হয়েছে। আমরা সব সময় খেলাধুলার উন্নয়নে পাশে থাকতে চাই। নারায়ণগঞ্জ মহানগরের যেকোনো ক্রীড়া কার্যক্রমে জাতীয়তাবাদী যুবদল সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। আমরা চাই, মাদককে ‘না’ বলে, ঐক্যবদ্ধভাবে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলি।”
মহানগর ১১নং ওয়ার্ড যুবদল নেতা তৈমুন আলম রোকন ও রবিউল ইসলাম রবিনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, বিশিষ্ট সমাজসেবক ডাঃ রফিকুল ইসলাম, মহানগর যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সদস্য আশিকুর রহমান অনি, মহানগর ছাত্রদলের সাবেক সহ- সভাপতি নাজিম পারভেজ অন্তু।
আরও উপস্থিত ছিলেন, আঃ মালেক নান্টু, আরিফুর রহমান নয়ন, মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল ইসল ম য বদল
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।