খুলনা নগরে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
Published: 27th, June 2025 GMT
খুলনায় বাবলু দত্ত (৫০) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের হরিণটানা থানার রাজবাঁধ দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বাবলু দত্ত রাজবাঁধ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে। তিনি বালু ও জমি কেনাবেচা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে বাবলু দত্ত কৈয়া বাজারের নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। এরপর তাঁকে একটি ফাঁকা প্লটের ভেতরের মেহগনিবাগানে নিয়ে গলা কেটে হত্যা করা হয়।
পরে স্থানীয় লোকজন রাস্তার পাশে পড়ে থাকা একটি মোটরসাইকেল দেখে সন্দেহ হলে খোঁজাখুঁজি শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে তাঁরা বাগানের ভেতর বাবলুর রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ খায়রুল বাসার বলেন, বাবলু দত্তকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় জেসিয়া তাঁর পোশাকে লিখলেন ‘মাছে ভাতে বাঙালি’
ছবি: ইনস্টাগ্রাম থেকে