থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় করে আসছেন ছিনতাই ও লুটপাট। বিশেষ করে সহযোগীদের নিয়ে টার্গেট করতেন বিমানবন্দরগামী যানবাহনগুলোকে। চট্টগ্রামে এমন অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম মো. মিনহাজ উদ্দিন (২৩)। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নগরের পাহাড়তলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া রিভলবার ও গুলি গত বছরের ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হয়েছিল।

পুলিশ জানায়, ছিনতাইকারী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য পাহাড়তলী থানার সিডিএ মার্কেটের সামনে তল্লাশিচৌকি বসায় পাহাড়তলী থানা-পুলিশ। সেখানে মিনহাজ উদ্দিনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি জানান, উত্তর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরিত্যক্ত ছাউনির নিচে মাটিতে একটি বিদেশি রিভলবার ও গুলি লুকিয়ে রেখেছেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

বাবুল আজাদ বলেন, ‘মিনহাজের দেখানো স্থান থেকে একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এগুলো গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র। গ্রেপ্তার মিনহাজের বিরুদ্ধে পাহাড়তলী থানায় ১১টি মামলা আছে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ভলব র ও প হ ড়তল

এছাড়াও পড়ুন:

ধানমন্ডি ৩২ নম্বরে যান চলাচল স্বাভাবিক

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে অবস্থানরত বিক্ষোভকারীদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এরপরই এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাতে পৌনে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে, দুপুর ২টার বিক্ষোভকারীরা ৩২ নম্বরে অবস্থান নিলে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেখ হাসিনার রায়কে ঘিরে এদিন সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে।

বিক্ষোভকারীরা দুপুরের দিকে দুটি এস্কাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যান। কিন্তু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার কারণে বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙতে পারেননি তারা।

ঢাকা/রায়হান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ